মাটি
মোঃ সজিব মিয়া
মাটি তুমি এই পৃথিবীর মাঝে,
হয়ে থাকো চিরকাল স্থির।
বিশ্রী, রূপহীন, অসুন্দর নও
তাই অলঙ্কৃত তোমার নীড়।
মাটি তোমার মাঝে রয়েছে,
অপরূপ সৌন্দর্যময় ঘ্রাণ।
তোমার গুণাবলিতে ফলে ফসল,
বেঁচে থাকে তাদের প্রাণ।
মাটি তোমার উপর বসত করে,
সকল প্রাণীরা করে জীবন ধারণ।
মাটি তুমি এই পৃথিবীর মাঝে,
সকল জীবের শান্তি সুখের কারণ।
মৃত্যুর পরে সকল প্রাণীদের তুমি,
জায়গা দাও হৃদয় মাঝে।
তাদের সকলের সর্বশেষ আশ্রয়স্থল তুমি,
সকাল কিংবা সাঁঝে।
জীবন ধারণে মাটি তোমার,
অসংখ্য অবদান আছে।
মাটি তুমি সঙ্গে থেকে সবার,
এই পৃথিবীর মাঝে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০