মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এড. আজাদ বখত ও ফরিদ বখত গণপাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকালে শান্তিগঞ্জ বাজারস্থ সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয় এই পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠান।
গণপাঠাগারের কর্ণধার নেয়ামত উল্লাহ কয়েছের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুলতান আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
শুরুতে স্বাগত বক্তব্য দেন পাঠাগারের নির্বাহী পরিচালক প্রভাষক মামুন আহমেদ।
শুভ উদ্বোধন অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মমতাজুল হাসান আবেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুজ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আবু খালেদ, সুনামগঞ্জ জজকোর্টের অ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির অর্থ সম্পাদক হাফেজ আব্দুর রশিদ।
বক্তারা বলেন, পাঠাগার একটি সমাজের জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র। ‘এড. আজাদ বখত ও ফরিদ বখত গণপাঠাগার’ এলাকার মানুষের মাঝে জ্ঞান ও সংস্কৃতির আলো ছড়িয়ে দেবে বলে আশাবাদী। তাছাড়া বইয়ের পাশাপাশি জাতীয় ও স্থানীয় পত্রিকা সংরক্ষণ করা হলে পাঠকের আগ্রহ আরও বাড়বে।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শান্তিগঞ্জ ক্লাবের সহ-সভাপতি ছাদিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, ইউপি সদস্য মোঃ লিটন মিয়া, শিক্ষক আতিকুর রহমান,
দলিল লেখক আবুল লেইচ, বিএনপি নেতা মতিউর রহমান ও ব্যাংকার মোঃ তাজুল ইসলাম সহ সুশীল সমাজের লোকজন ও স্হানীয় ব্যক্তিবর্গ প্রমুখ।