এস. আই. রেদুয়ান : শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ইংল্যান্ড প্রবাসী শিক্ষানুরাগী আব্দুল মুক্তাদিরের আর্থিক সহায়তায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আবু নছর মো. ইব্রাহীম ও সহকারী মৌলভী সজীবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, একাডেমিক সুপারভাইজার মো. নূরে আলম সিদ্দিকী,শিক্ষাবিদ শামীম আলম,মিজানুর রহমান তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষানুরাগী নজমুল হুসাইন, ইজ্জাদুর রহমান, তাজুল ইসলাম আয়াজুল, আফাজ উদ্দিন,উপাধ্যক্ষ মো. আব্দুল ওয়াহিদ, সিনিয়র মৌলভী আবু সাঈদ মো. ইয়াহিয়া, সি. শিক্ষক আমজাদ হোসেন, রাসেল মোস্তাফা, মাহবুবুল আলম, মহি উদ্দিন, আব্দুল মালেক, মানছুরা খাতুন, আব্দুল হাই, নুরুন্নবী, বশির আহমদ, দিলোয়ার হোসেন, রুমান আহমদ, গোলাপ আহমদ, ইসহাক, মিনহাজ উদ্দিন, ছায়েদ আহমদ সহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, ইংল্যান্ড প্রবাসী আব্দুল মুক্তাদিরের এই মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও আগ্রহী করে তুলবে। তারা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।