নুরুল ইসলাম
টেকনাফ লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয় আন্ত: স্কুল টুর্নামেন্ট ফাইনালে নবম শ্রেণিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এস এস সি ব্যাচ ২০২৬ ফুটবল একাদশ। সকাল ১০:০০ টায় লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে। সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হওয়া তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সহকারী শিক্ষক আহমদুর রহমানের নবম শ্রেণিকে ৩-০ গোলে হারায় অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নেজাম উদ্দীনের এস এস সি ২৬ ফুটবল একাদশ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল, সাবেক হাত্র আতাউল, সহকারী শিক্ষক কামরুজ্জামান, আবু তাহের, ফরিদা ইয়াছমিন,ক্রীড়া শিক্ষক আলী জিন্নাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত ফাইনাল খেলায় অত্র বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী উপস্থিত থেকে খেলা উৎসাহ উদ্দীপনায় উপভোগ করেন। ম্যাচ শেষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল চ্যাম্পিয়ন এস এস সি ২৬ কে ট্রফি তুলে দেন। উক্ত খেলায় ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করে এস এস সি ২০১৮ ব্যাচের ছাত্র ক্রীড়াবিদ মোহাম্মদ ইব্রাহিম।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০