কক্সবাজারের রামু উপজেলার মিঠাছড়ি খোন্দকার পাড়ায় সরকারি বন বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে বাড়ি নির্মাণ করছেন স্থানীয় আবু বক্কর সিদ্দিক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পলিথিন দিয়ে চারপাশ ঘিরে সেখানে দ্রুত বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কথা বললে আবু বক্কর সিদ্দিক নিজেই বিষয়টি স্বীকার করেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বন বিভাগের জায়গা দখল করে বহুদিন ধরেই প্রভাবশালীরা নানা অবৈধ স্থাপনা তৈরি করে আসছে। কিন্তু বিট কর্মকর্তা শুভ এসব বিষয়ে অবহেলা প্রদর্শন করছেন। তার নীরব ভূমিকায় দখলদাররা আরও উৎসাহিত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
সচেতন মহল বলছে, সরকারি বনভূমি দখল বন্ধে বন বিভাগকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নতুবা অল্প দিনের মধ্যে বনাঞ্চল পুরোপুরি উজাড় হয়ে যাবে।