ভালোবাসি প্রকৃতি
মাধবী পাল
ভালোলাগে ভোরের সূর্য, নদীতে পড়া কিরণ।
তারসাথে একফালি রোদ করছে আলাপন।
ভালোলাগে কুজ্ঝটিকা,শিশিরে ভেজা দূর্বা।
তারসাথে চাদর মুড়ি, আর পা ভিজিয়ে হাটা।
ভালোলাগে দক্ষিণে হাওয়া,ধান দোলানো মাঠ।
তারসাথে দুহাত মেলা,আর বাতাস ছোটা ঘাট।
ভালোলাগে নীলভরা আকাশ, সাদা মেঘের ভেলা।
তারসাথে শিউলি সুবাস,আর কাশফুলের বিকেল বেলা।
ভালোবাসি হঠাৎ বৃষ্টি, খিচুড়ি ডিম ভাজা।
তার সঙ্গে ঝড়-ঝাপটা, আর বারন না মেনে ভেজা।
ভালোবাসি সোনালি ধান,আতপ চালের পায়েস।
তার সঙ্গে নবান্ন,পিঠাপুলি আর আয়েশ।
ভালোবাসি ঋতুরাজ, পলাশ ফুলের বন।
তার সঙ্গে কুহ কুহ,আর বসন্ত বরণ।
ভালোবাসি গোধূলি বেলা,আদো আদো ছায়া।
তার সঙ্গে লাল সূর্য, আর সবার ঘরে ফেরা।
মাধবী পাল
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।