
নুরুল ইসলাম কক্সবাজার
মাইটিভির উপর জবর দখল গণমাধ্যমের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন মাইটিভির মালিক ও চেয়ারম্যান বিলকিস জাহান। ৩০ আগষ্ট জাতীয় দৈনিক স্বাধীন কাগজ আয়োজিত “চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংবাদিকদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে তিনি আরও অভিযোগ করে বলেন, “আমার মালিকানাধীন মাই টিভি চ্যানেল জোরপূর্বক দখল করে নিয়েছেন নাছির উদ্দিন সাথী ও তার ছেলে। এই ঘটনায় আমি ন্যায়বিচার চাই।” বিগত ১৬ বছর আমার ও আমার পরিবারের উপর অমানুষিক নির্যাতন ও শোষণ করেছে আমার চ্যানেলে ভিডিও এডিটর হিসেবে কর্মরত থাকা এই নাছির উদ্দীন সাথি।
তিনি আরও বলেন, “ এভাবে একটি গণমাধ্যম জোর করে দখল করে নেওয়া কেবল একজন মালিকের ক্ষতি নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপরও আঘাত। যা ভবিষ্যতে যে কেউ এমন দু:সাহস দেখাতে পারে। তাই আমি এর সুষ্ঠু নিরপেক্ষ ন্যায় বিচার সরকারের কাছে চাই।
আলোচনা সভায় উপস্থিত অন্য বক্তারাও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক স্বাধীন কাগজ-এর সম্পাদক ও প্রকাশক আল আমিন সোহাগ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০