মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী সড়ক যেন দিন-দিন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই সড়কে কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। কিছুতেই দুর্ঘটনা কমছে না, ফিরছে না শৃঙ্খলা। দোষটা কার? ব্যবস্থার কোথায় ত্রুটি? আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক নয়। সড়কে বিশৃঙ্খলা তাদের যেন উপরি আয় বা বাণিজ্যের সহায়ক এমনই মনে করেন সচেতন মহল।
এদিকে মহেশখালীতে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান থাকার ফলে চকরিয়া-মহেশখালীর প্রধান সড়কটির সংস্কারের কাজ করছেন,ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার কোম্পানি।
নির্মাণ কাজে গাফিলতি ও ধীরগতির অভিযোগ দীর্ঘদিনের। সময়মতো সড়কের নির্মাণ কাজ শেষ না করার কারণে একপাশ খালে পরিণত হয়ছে। অন্য দিকে সামান্য বৃষ্টি হলে মনে হয়, সড়ক তো নয় যেন পাহাড়ীর ছরা। গাড়ি চলাচল ও পথচারী পারাপারে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সৃষ্টি হচ্ছে যানজট। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের।
মাতারবাড়ির ব্যবসায়ী রমিজ উদ্দিন (২৭) বলেন , চকরিয়া হতে টমটম করে ফল-ফলাদি বোঝাই করে মাতারবাড়ি যাওয়ার পথে চালিয়াতলী স্টেশনে অতিরিক্ত বৃষ্টির পানির ঢলে গাড়িটি উল্টে যায়। তাতে তার সমস্ত মালামাল পানিতে ভেসে যায় । প্রায় ১ এক লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান তিনি ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয় ও উত্তর নলবিলা আইডিয়াল কে.জি স্কুলের মেইন গেইটের সামনে সড়ক দখল করে অবৈধভাবে পাকিং করে রাখছে এস আলম সার্ভিস। ফলে স্কুলগামী শিক্ষার্থীরা যেকোন মুহুর্তে দুর্ঘটনার শিকার হতে পারে বলে মনে করেন সচেতন মহল।
স্থানীয় গিয়াস উদ্দিন ( ৩০) জানান, সড়কের দু’পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং অন্য দিকে রাস্তার কাজের ধীরগতির কারণে ভোগান্তি লেগেই আছে প্রতিনিয়ত ।প্রায় সময় গাড়ি উল্টো গিয়ে দুর্ঘটনার দেখা মিলে।
এস.আলম সার্ভিস কাউন্টার ম্যানেজার ( মো: এনাম ) জানান, গাড়ি রাখার নিদিষ্ট জায়গা না থাকায়, সড়কের পাশে গাড়িগুলো পার্কিং করা হয়। অবৈধ পার্কিং যানজট ও নানা দুর্ঘটনা সৃষ্টি হচ্ছে।
টিকাদারি প্রতিষ্টান মীর আক্তার কোম্পানি লিমিটেড এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ মিলেনি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০