
মোসাঃতানজিলা, ঢাকা
ঢাকার ইডেন মহিলা কলেজের হাসনা বেগম হলে ভূমিকম্পের ফলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর রাত ১২টার দিকে হলের প্রায় সব ছাত্রীই নিরাপত্তার স্বার্থে হলের নিচে অবস্থান নেন।
শনিবার, ২২ নভেম্বর সন্ধ্যায় হওয়া ভূমিকম্পে হলের একটি অংশের দেয়াল ভেঙে পড়ে। ঘটনার পর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার পরিদর্শন করে জানান, "বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং যে কোনো সময় আরো ক্ষতি হতে পারে, যা শিক্ষার্থীদের আতঙ্ক আরও বাড়িয়ে তোলে।"
এ বিষয়ে জানতে চাইলে সাধারণ শিক্ষার্থী মৌ বলেন,
“ভূমিকম্পে আমাদের হলের দেয়াল ভেঙে গেছে। এমন অবস্থায় উপরে থাকা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমরা নিচে নেমে আসি। হল সুপার জানিয়েছেন চাইলে আমরা বঙ্গমাতা হলে থাকতে পারি। এরপর আমরা সবাই নিচে নেমে পরিস্থিতি বুঝে থাকার সিদ্ধান্ত নিই।”
হল সুপার রিক্তা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“তোমরা যদি এখানে থাকতে ভয় পাও, চাইলে বঙ্গমাতা হলে গিয়ে থাকতে পারো। কালকের মধ্যে বিষয়টি দেখা হবে।”
অফিস সহকারী মুনমুন জানান, "হলের অবস্থা তেমন খারাপ না। দেয়ালের যে সাইট টি ভেঙে পড়েছে সেই সাইট টি আগে থেকেই ঝুলে ছিল, সে কারনে ভেঙে পড়েছে।"
ক্রমাগত তিনবার ভূমিকম্প অনুভূত হওয়ায় শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়ে গেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন,
“হলের নিরাপত্তা নিয়ে আমরা খুবই আতঙ্কে আছি। এমন দুর্যোগময় পরিস্থিতিতে প্রশাসনের জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০