বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বোয়ালখালীতে ষোড়শ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকালে বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার কমিশনার ও সমাবেশ প্রধান এস এম শাহনেওয়াজ আলী মির্জার সভাপতিত্বে পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি বলেন, সুস্থ, সুন্দর জীবন গঠনে স্কাউটিংয়ের ভূমিকা অপরিহার্য। যারা স্কাউটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে দেশের যেকোন কাজে নিজেদের নিয়োজিত রেখে মানুষের সেবার পাশাপাশি দেশ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আজকের স্কাউটরা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বোয়ালখালী উপজেলা স্কাউটসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, চট্টগ্রাম জেলা স্কাউটসের কমিশনার মোহাম্মদ আলী, পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুর রহিম, উপজেলা কাব লিডার সোমনাথ চৌধুরী। পাঁচদিন ব্যাপী সমাবেশে বোয়ালখালী উপজেলার ২৭টি হাইস্কুল ও মাদ্রাসার ২৮০ জন স্কাউট শিক্ষার্থী অংশ নিচ্ছে।