বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
ডাচ বাংলা ব্যাংক পিএলসির বোয়ালখালী উপশাখার উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার গোমদণ্ডী ফুলতলস্থ আলম টাওয়ারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত শাখার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডাচ-বাংলা ব্যাংক আগ্রাবাদ শাখার ভিপি এবং ম্যানেজার রঞ্জন বড়ুয়া। বিশেষ বক্তা ছিলেন ডাচ-বাংলা ব্যাংক মুরাদপুর শাখার ম্যানেজার ও এসএভিপি মীর হোসেন চৌধুরী। বোয়ালখালী উপশাখার ম্যানেজার মোহাম্মদ ইকরামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাচ-ব্যাংক মুরাদপুর শাখার ইনচার্জ মোহাম্মদ আকরামুল হক (এভিপি)।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী আকবর রিজভী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, আলম টাওয়ারের সত্ত্বাধিকারী মো. শাহ আলম, মোহাম্মদ শওকত, শিক্ষক মোহাম্মদ ফারুক ইসলাম, মঈনুল ইসলাম টাটু প্রমুখ।