মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, টঙ্গী পূর্ব থানার নতুন ১৩১ সদস্যবিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার (০৬ এপ্রিল ) এক অনাড়ম্বর আয়োজনে এ কমিটি ঘোষণা করেন গাজীপুর জেলার যুগ্ম আহবায়ক আকাশ ঘোষ।
ঘোষিত কমিটিতে গৌরব ঘোষকে আহবায়ক ও আকাশ খানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাইয়ুম এবং মুখপাত্রের দায়িত্বে আছেন রাশাদ খান নাহিদ।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং ফিলিস্তিনের শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর নতুন কমিটির সদস্যদের পরিচয়পর্ব ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আকাশ ঘোষ বলেন, “আপনাদের উপর অর্পিত দায়িত্বের প্রতিফলনই শহীদদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতার প্রমাণ। সুন্দর, সুস্থ ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”
নবনির্বাচিত আহবায়ক গৌরব ঘোষ বলেন, “দেশ রক্ষার শপথ নিয়ে আমরা সর্বদা জাগ্রত। যেকোনো মূল্যে এই দায়িত্ব পালন করতে হবে।”
সদস্য সচিব আকাশ খান জানান, “ন্যায়, নিষ্ঠা ও একাগ্রতাই আমাদের চলার পথ। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে।”
এছাড়াও বক্তব্য রাখেন মুখ্য সংগঠক আব্দুল কাইয়ুম ও মুখপাত্র রাশাদ খান নাহিদ।
অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানার নতুন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।