তানজীল ইসলাম শুভ, বরিশালঃ
জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত যেমন অক্সিজেন কমছে। তেমনি হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। বাড়ছে সাইক্লোন, বজ্রপাত সহ আরো প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙ্গনের ফলে অসহায় হয়ে জীবন যাপন করছে হাজার হাজার পরিবার।
গাছ কেটে বন ধ্বংসের কারণে হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণীরা। মরে যাচ্ছে হাজার হাজার প্রাণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রেহাই পাচ্ছে না গর্ভের ভ্রুণ ও। যেখানে সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য।
তারই ধারাবাহিকতায় বরিশালের ১৯ টি সংগঠনের সমন্বয়ে গঠিত " গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং টিম" বরিশালের আয়োজনে সারা বিশ্বের ন্যায় বরিশালেও পালিত হয়েছে "বিশ্ব জলবায়ু সপ্তাহ "।
আয়োজনে ছিলো মানববন্ধন,র্যালি,প্রতীকী অবস্থান কর্মসূচি।বক্তারা বলেন উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শুন্যের কোটায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন প্রক্রিয়ার আওতায় ঋণ নয় ক্ষতিপূরণ দিতে হবে।
এতে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী,আইসিডিএ'র পরিচালক আনোয়ার জাহিদ।এবং সভাপতিত্ব করেন " গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রুপ" বরিশালের কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলাম সোহান
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০