ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

ফিরে দেখা-২০১৯: দোয়ারাবাজারের আলোচিত যত ঘটনা

প্রতিবেদক
নিউজ এডিটর
১ জানুয়ারি ২০২০, ১:১১ পূর্বাহ্ণ

Link Copied!

এম এ মোতালিব ভুঁইয়া ::

‘যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়,তবু চলে যায়।’ বিদায় দিতে না চাইলেও কালের আবর্তে আরও একটি বছর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। নানা কারণেই ২০১৯ ছিল দোয়ারাবাজারবাসীর কাছে আলোচিত-সমালোচিত। বিশেষ করে শিশু ফয়সল আহমেদ হত্যাকান্ড,খাসিয়ার গুলিতে যুবক নিহত,ছেলের হাতে মা খুন,প্রতিপক্ষকে ফাঁসাতে মুক্তিযোদ্ধা স্বামীকে খুন করেন স্ত্রী,পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুর নিহত,মৃত্যুর ২৪দিন পর কবর থেকে লাশ উত্তোলনসহ বেশ কয়েকটি আলোচিত হত্যাকান্ডের ঘটনা বছরজুড়ে ছিল আলোচিত। এছাড়াও বছরজুড়ে বেশ কিছু ঘটনা আলোচনা-সমালোচনায় ছিল তা ক্রমানুসারে তুলে ধরা হলো-
মাকে হত্যা করলো ছেলেঃ২০১৯ সালের ৬ জানুয়ারী দোয়ারাবাজার বাংলাবাজার ইউনিয়নের উস্তিংগেরগাও গ্রামে মাকে হত্যা করার দায়ে দোয়ারাবাজার থানায় মামলা রুজু হয়।এর আগে ৩১ ডিসেম্বর ২০১৮ রাতে আমেনা বেগম (৫৫)কে হত্যা করে ছেলে।ছেলে আব্দুল মালেক তার মায়ের গরু বিক্রি করে টাকা নিয়েছিল টাকা চাওয়াতে রাতে তার মা খুন করে ছেলে ।নিহত আমেনা বেগম (৫৫)উস্তিংগেরগাও গ্রামের মৃত আব্দুল মতিনের স্ত্রী ।গত ১৮ মার্চ ঢাকা ডেমরা থানা এলাকা থেকে হত্যা মামলার আসামী মালেককে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাকিবুল হাসান।আব্দুল মালেক জেলহাজতে আছে।

শিশু ফয়সল আহমেদ হত্যাকান্ড:

শুধু দোয়ারাবাজারে নয়,পুরো সুনামগঞ্জ জুড়েই আলোচিত ছিন দোয়ারাবাজারের শিশু ফয়সল আহমেদ হত্যাকাণ্ড।বছরের শুরুতেই ২০১৯ সালের ৪ জানুয়ারী শুক্রবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে ছিলেন শিশু ফয়সল আহমেদ(৫) । পরে ৭ জানুয়ারী সকাল সাড়ে ৭টায় স্থানীয় লোকজন দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজার বিজিবি ক্যাম্পের পাশে বালুনদীর পাড়ে শিশু ফয়সল আহমেদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ সকাল ১১টায় ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।ওই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে পুলিশ গত ২৭ এপ্রিল গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তোফায়েলকে আটক করে আদালতে হাজির করা হলে শিশু ফয়সাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার অন্যতম আসামি তোফায়েল আহমেদ( ১৭)।সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের কুরবান আলীর পুত্র। সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজবা উদ্দিনের আদালতে তোফায়েল জবানবন্দিতে মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে অপহরণ করিয়া শ্বাসরুধে ভিক্টিম ফয়সল (৫) কে হত্যা করে ।শিশু ফয়সালকে একা হত্যা করার কথা স্বীকার করেছেন তোফায়েল।গত ৪ই জানুয়ারী তার ফুফুর বাড়ীর খৎনা অনুষ্ঠান থেকে ওই শিশুকে জলপাই খাওয়ার কথা বলে তার নিজ বাড়ীতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে মোবাইলে খেলতে দেয় শিশু ফয়সালকে সে খেলতে খেলতে ঘুমিয়ে গেলে বালিশ দিয়ে চাপা দিয়ে হত্যা করে লেপ দিয়ে কুলবালিশ বালিয়ে বিছানায় রেখে দেয়,লাশে গন্ধ বের হলে ৭জানুয়ারী বালু নদীর তীরে ফেলে দেয়।তোফায়েল আরো জানান সে তিন মাস যাবৎ বেকার হাতে টাকা পয়সা নেই তাই কুয়েত প্রবাসী সফিক মিয়ার টাকা পয়সা দেখে দেড় মাস আগে শিশু ফয়সালকে গুম করা পরিকল্পনা করে, মাঝে আরো একদিন তাকে গুম করতে চেয়ে ফয়সালের নানার কারণে গুম করতে পারেনি, টাকা পয়সার লোভে পড়েই শিশু ফয়সালকে হত্যা করে বলেও স্বীকার করেন তোফায়েল।
নিহত শিশুর নাম মো. ফয়সল আহমেদ (০৫)। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের কুয়েত প্রবাসী মো. শফিক মিয়া ও মনিরা বেগমের ছেলে।বর্তমানে আত্বস্বীকৃত খুনি তোফায়েল আহমেদ জেল হাজতে রয়েছেন।

খাসিয়ার গুলিতে যুবক নিহত:

২০১৯ সালের ৭ জানুয়ারী সোমবার দোয়ারাবাজার উপজেলার বাশতলা সীমান্তের ওপারে ভারতীয় সীমানা থেকে খাসিয়াদের গুলিতে নিহত নুরু মিয়া (৩৫) নামের এক যুবক নিহতের ঘটনাটি নিয়েও উপজেলাজুড়ে ছিল আলোচনা ।উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে নুরু মিয়া ৭ জানুয়ারী সন্ধার দিকে বাশতলা সীমান্তের ১২৩১ সীমান্ত পিলারের বিপরীতে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছিল ।সাত দিন পর ১৩ জানুয়ারী রবিবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে লাশটি ফেরত দেওয়া হয়। বিজিবি লাশটি দোয়ারাবাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হলে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

ছেলের হাতে মা খুন:

২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও এলাকায় ছেলের হাতে নৃশংসভাবে খুন হন মা। সৌদি আরব ফেরৎ আফিয়া বেগমের কাছে ছেলে সবুজ প্রায়ই মোটরসাইকেল কেনার জন্য টাকা চাইতো। আফিয়া বেগমের মোটরসাইকেল কিনে দেয়ার সামর্থ না থাকায় ছেলেকে টাকা দিতে পারেননি। এ কারণে ঘরে ডুকে মা আফিয়া বেগমকে হত্যা করে ছেলে। পরে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে আফিয়া বেগমের মরদেহ উদ্বার করে এবং ছেলে সবুজকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে জাহাঙ্গীর আলম সবুজ কারাগারে রয়েছে।প্রতিপক্ষকে ফাঁসাতে সৎ ভাইকে গলা কেটে হত্যা:২০১৯ সালের ৫ জুলাই শুক্রবার দুপুরে দোয়ারাবাজারের পল্লীতে নিজ বসতঘরের ভেতর থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুল আবিজ (৫৫)। তিনি দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাইজখলা (নয়াপাড়া) গ্রামের মোকশদ আলীর ছেলে। পুলিশ এ ঘটনায় নিহতের চার সৎভাই ও একই গ্রামের আরো দু’জনসহ ৬জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন।পরে গত ৮ জুলাই রোববার সুনামগঞ্জ কোর্টে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দিতে হত্যার বর্ণনা দিয়েছেন হত্যা মামলার প্রধান আসামি আবুল কাশেম।তিনি বলেন প্রতিপক্ষ মমিন উদ্দিনের ছেলে মইন উদ্দিন ও জসিম উদ্দিনকে ফাঁসাতে সৎ ভাই আবিজ আলীকে গলা কেটে হত্যা করেছে।হত্যা মামলার আসামীরা জেল হাজতে রয়েছেন।
প্রতিপক্ষকে ফাঁসাতে মুক্তিযোদ্ধা স্বামীকে খুন করেন স্ত্রীঃ২০১৯ সালের ৩ নভেম্বর দোয়ারাবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে মুক্তিযোদ্ধা স্বামীকে খুন করেন স্ত্রী। উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা কালা শাহের সঙ্গে মুক্তিযোদ্ধা আব্দুর বারিকের মামলা সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী আছিয়া বেগম স্বামী আব্দুর বারিককে শাবল দিয়ে আঘাত করে খুন করেন। এ সময় প্রতিবেশীরা ঘটনাটি দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে এবং সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আছিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে আছিয়া বেগম কারাগারে রয়েছেন।

মৃত্যুর ২৪দিন পর কবর থেকে লাশ উত্তোলন দোয়ারাবাজারে মৃত্যুর ২৪দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য গত ১৯ ডিসেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দের সার্বিক তত্ত্বাবধানে দোয়ারাবাজার থানার এসআই রাকিবুল হাসান, স্থানীয় ইউপি সদস্য উজায়ের হোসেন ফারুকসহ সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের মাদ্রাসার কবরস্থান থেকে লাশ উত্তোলন করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে নেয়া হয়।উল্লেখ্য, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রামসাইরগাও গ্রামের মৃত হাজী সুরুজ মিয়ার পুত্র মোশারফ হোসেন মাসেক গত ২৬ নভেম্বর কুমিল্লা শহরের শাসনগাছা মাইজবাড়ীকোট এলাকায় দ্বিতীয় স্ত্রী রাবিয়া আক্তার লাকীর পিত্রালয়ে মারা যান।ঐদিনই মৃত মোশারফ হোসেন মাসেকের লাশ তার নিজ বাড়ী রামসাইরগাও নিয়ে আসেন ।২৬ নভেম্বর ২০১৯ তারিখ স্থানীয় কলাউড়া মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়।এ মৃত্যুকে পরিকল্পিত হত্যা উল্লেখ করে মোশারফ হোসেন মাসেকের মেয়ে মোছাঃজান্নাতুল ফেরদৌস আক্তার রুমি গত ৫ডিসেম্বর আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,দোয়ারাবাজার সুনামগঞ্জ-এ একটি হত্যা মামলা (সি আর ৩১৫/১৯ দোয়ারাবাজার স্বারক নং ৮৭৯ তারিখ ৫/১২/১৯ ধারা-৩০২/৩৪ দ: বি:) করেন। মামলায় মোশারফ হোসেন মাসুক মিয়ার দ্বিতীয় স্ত্রী রাবিয়া আক্তার লাকী(৪০)বাংলাবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার ভাওয়ালীপাড়া গ্রামেরমৃত মুসলিম ঢালির পুত্র মোজাম্মেল হোসেন(৪০),কুমিল্লা জেলার কোতয়ালী থানার পূর্ব অসততলা বাগমারা(শাসনগাছা মাজন বাড়ী )গ্রামের নকসুদ আলীর স্ত্রী হাসি আক্তার(৫৫),মৃত রমজান আলীর পুত্র মকসুদ আলী(৬০),মকসুদ আলীর পুত্র ছোটন মিয়া(৩৫)সহ অজ্ঞাত ৩/৪ জনকে বিবাদী করা হয়।এই মামলায় এখনো কেউ গ্রেফতার হয়নি।

পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুর নিহতঃ

সর্বশেষ গত ২১ ডিসেম্বর দোয়ারাবাজার উপজেলায় পুত্রবধূর লাঠির আঘাতে শ্বশুর সৈইফ উদ্দিন (৬০) নিহত হন। নিহত সৈইফ উদ্দিনের ছেলে শফিক নূরের স্ত্রী সোহেনা বেগম প্রায়ই বড় জার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করেন। এরই অংশ হিসেবে ২০ ডিসেম্বর রাতেও তার সঙ্গে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে ২১ ডিসেম্বর ভোরে সোহেনা বেগম বাড়ির পাশে গাছের ডালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে গেলে শ্বশুর সৈইফ উদ্দিন তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান। এ সময় সোহেনা বেগম হাতে লাঠি নিয়ে শ্বশুরের মাথা ও পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় পুলিশ পুত্রবধূ সোহেনা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনিও কারাগারে রয়েছেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় শ্রমিকের মৃত্যু :

দোয়ারাবাজারে সুপারী পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আবুল হাশেম(৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। মৃত আবুল হাশেম উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া (পশ্চিম মহল্লা) গ্রামের আবু বক্কর হুজুরের বাড়িতে আবু বক্করের জামাতা নেছার আহমদের লিজ নেয়া একটি ফার্মের মুরগীর খামারে সে কর্মরত ছিল। বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর)সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে আবু বকরের অনুরোধে গাছের সুপারি পাড়তে গিয়ে পার্শ্ববর্তী শিমুল গাছ বেয়ে সুপারি গাছে উঠার চেষ্টাকালে দূর্ঘটনার শিকার হয়।শিমুল গাছ ও বিদ্যুতের তারের সাথে লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল,খবর পেয়ে দোয়ারাবাজার থানার এস আই মঞ্জুরুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করেন।ময়নাতদন্ত শেষে বড়খাল কবরস্থানে দাফন করা হয়।

আলোর পথে ২৪ জন ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারী দোয়ারাবাজার সীমান্তে চুরি, চোরাচালানসহ নানা ছোটখাটো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন তারা। এরপর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এসব ব্যক্তিদের অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক পথে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এলাকার ২৪জন ব্যক্তি কোনো অপরাধ করবেন না বলে অঙ্গীকার করেন। বর্তমানে অনেকেই চোরাকারবারী ব্যবসার সাথে জড়িত বলে জানাগেছে।

যৌন হয়রানীর অভিযোগে অধ্যক্ষ বরখাস্থ!

যৌন হয়রানীর অভিযোগে দোয়ারাবাজার উপজেলার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম মজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানী, দূর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। শনিবার(১৮মে) প্রতিষ্টানে সহকারী প্রধান শিক্ষক মো. সানুর মিয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার প্রতিষ্টানের পরিচালনা কমিটির এক সভায় সর্বসম্মতি ক্রমে তাকে বরখাস্থের সিদ্ধান্ত গৃহীত হয়।গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে প্রতিষ্টানে অনুষ্ঠান চলাকালে অধ্যক্ষ এএকেএম মজিবুর রহমান সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে তার কক্ষে নিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন। জোরপূর্বক যৌন হয়রানীর সময় ওই ছাত্রীর চিৎকার শুরু করে।এ সময় উপস্থিত উত্তেজিত ছাত্র-জনতা তাকে গণধোলাই দিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিষ্টান ঘোরাও করে। পরে খবর পেয়ে থানা ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনার প্রতিবাদে বিভিন্ন সময়ে নরসিংপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট সোসাইটি, পুস্পায়ন সমাজ কল্যাণ সংস্থাসহ স্থানীয় এলাকাবাসী প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করে।

196 Views

আরও পড়ুন

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির

কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা