ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

প্রেমের টানে সংসার ছাড়লেন হ্যাপী, বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন

প্রতিবেদক
নিউজ এডিটর
২১ সেপ্টেম্বর ২০২০, ১১:০৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিনিধি :

দোয়ারাবাজারে প্রেমের টানে সংসার ছাড়লেন হ্যাপী, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে। জানা যায় গত ৭ বছর পুর্বে বাজিতপুর গ্রামের আবু তাহিরের পুত্রের সাথে মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মো.আব্দুল্লাহর মেয়ে হ্যাপী আক্তারের ইসলামি শরিয়াহ মতে বিয়ে হয় । বিয়ের বছর খানেক পরে তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হয়। বর্তমানে ঐ সন্তানের বয়স ৬ বছর। জানাজায় গত দেড় বছর যাবৎ একই গ্রামের(বাজিপতপুর) মনির উদ্দিনের পুত্র আতিকুর রহমানের সাথে হ্যাপীর গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের গোপন সম্পর্কেের বিষয়ে পরিবারের লোকজনের মধ্যে জানা জানি হয়ে গেলে হ্যাপী তার বাবার বাড়ি জালালপুরে গিয়ে গত দেড় বছর যাবৎ আটকা পড়েন। এরি মধ্যে গত রবিবার দুপুরে জালালপুর হ্যাপীর বাবার বাড়ি থেকে আতিকের হাত ধরে ঘর ছেড়ে এভিডেভিড এর মধ্যমে বিয়ে করার আশায় সুমানগঞ্জে যান হ্যাপী। সুনামগঞ্জে বিয়ের কাজ সম্পন্ন না করে হ্যাপীকে সু- কৌশলে আতিকের বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসারপর আতিকের পরিবারের লোকজন তাদের প্রেম সম্পর্ক মেনে না নিয়ে আতিককে বাড়ি থেকে সরিয়ে দেন। বর্তমানে (সোমবার) পর্যন্ত হ্যাপী আতিকের আশায় তার বাড়িতেই অবস্তান করছে। হ্যাপী বলেন,আমি আতিকের জন্য সংসার ছাড়ছি এখন আমি স্ত্রীর মর্যাদা চাই। আমি তারে ছাড়া বাচব না।

এব্যাপার আতিকের বড় ভাই হাবিবুর রহমান বলেন,আমার ভাইয়ের বিয়ের বয়স এখনও হয়নাই অযথা আমার ভাইকে ও আমাদের পরিবারের লোকজনদের হয়রানি করার জন্য বিয়ের দাবী করছে। এরি মধ্যে জালালপুর গ্রামের বর্তমান ইউপি সদস্যর মাধ্যমে মিমাংশার জন্য চেষ্টা করা হচ্ছে।

হ্যাপী বেগমের( স্বামীর) বড় ভাই আব্দুল কাদির জানান, আমার চোট ভাইয়ের সাথে গত ৭ বছর আগে হ্যাপীর সাথে বিয়ে হয়। এরই মধ্যে তাদের ৬ বছরের এক পুত্র সন্তানও রয়েছে। গত দুই বছর যাবত আমার ভাইয়ের সাথে প্রতারণা করে আমাদের গ্রামের আতিক নামের এক ছেলের সাথে অবৈধ প্রেম সম্পর্ক গড়ে তোলে হ্যাপী। এ নিয়া প্রায় সমই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। গত দেড় বছর যাবৎ হ্যাপী বাবার বাড়িতে আটক আছেন। জানতে পাড়লাম বরিবারে আতিকের বাড়িতে আসছে।

453 Views

আরও পড়ুন

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

বোয়ালখালীতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা সম্পন্ন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার সম্মেলন

অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!

উখিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের জানাযা সম্পন্ন

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি -২০২৫

টঙ্গীতে উঠান বৈঠকে কামরুল ইসলাম কামু : “ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা”

পরিবারের সাংবাদিক সম্মেলন
চকরিয়ায় সাজানো ধর্ষণ ঘটনায় মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ

বি এম কলেজ উত্তরণের সভাপতি নুসরাত- সম্পাদক প্রকাশ।

অভিযোগে আলোচিত এসিল্যান্ড রয়া ত্রিপুরা, শেষমেশ পতেঙ্গায়