মোস্তাকিন হোসেন,হিলি সংবাদদাতা :
তন্ত্রমন্ত্র দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’। দীর্ঘদিন পর এই খেলা দেখতে মাঠে ভিড় করেন হাজার হাজার নারী ও পুরুষরা।
শনিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের রমনপাড়া গ্রামের যুব উন্নয়ন সংগঠনের আয়োজনে রমনপাড়ার মাঠে এই পাতা খেলার আয়োজন করে।বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই পাতা খেলা। আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৩ টি তান্ত্রিক দল আসে। নিজ নিজ মন্ত্র দিয়ে সাপ ও পাতারূপী মানুষকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন তারা।
যে দল তাদের মন্ত্রের মাধ্যমে সাপ ও মানুষরূপী পাতাকে বেশি নিজের দিকে টানতে পারবে,সেই দলই পয়েন্ট পাবে।পরে পয়েন্ট হিসাব করে বিজয়ী ঘোষণা করা হয়। খেলায় স্থানীয় দলকে হারিয়ে নাম রমনপাড়ার সুলতানের দল বিজয়ী হন। খেলার সময় মাঠজুড়ে নারী-পুরুষ, শিশু-কিশোরের উপচে পড়া ভিড় ছিল। খেলা শেষে বিজয়ী দলকে খাসি ও পরাজিত দলকে রাজহাঁস প্রদান করা হয়।
এদিকে আয়োজকরা বলছেন আমরা ছোটবেলা থেকেই এই খেলার নাম শুনে এসেছি,কিন্তু কখনও দেখা হয়নি। আগে বিভিন্ন এলাকায় খেলাটি হতো বলে শুনেছি। দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। তাই খেলাটি ধরে রাখতে ও পুনরুদ্ধারে এই আয়োজন। স্থানীয়ভাবে আর্থিক সহযোগিতা পেলে মানুষকে আনন্দ দিতে প্রতিবছর এমন আয়োজনের চিন্তাভাবনা করছি। দর্শক স্থানীয়রা বলেন,এমন খেলা দেখে বিমোহিত ও খুশি দর্শকরা। সবার দাবী, প্রতিবছর আয়োজন হোক এমন খেলার।
আয়োজক সুভাষ চন্দ্র জানান সহযোগিতা পেলে মানুষকে আনন্দ দিতে প্রতিবছর এমন খেলা আয়োজনের কথা বলছেন আয়োজকরা।