ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো তন্ত্রমন্ত্র দিয়ে ‘সাপ ও মানুষরূপী পাতা খেলা’

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৩, ১:৪৯ পূর্বাহ্ণ

Link Copied!

মোস্তাকিন হোসেন,হিলি সংবাদদাতা :

তন্ত্রমন্ত্র দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’। দীর্ঘদিন পর এই খেলা দেখতে মাঠে ভিড় করেন হাজার হাজার নারী ও পুরুষরা।

শনিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের রমনপাড়া গ্রামের যুব উন্নয়ন সংগঠনের আয়োজনে রমনপাড়ার মাঠে এই পাতা খেলার আয়োজন করে।বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই পাতা খেলা। আশপাশের বিভিন্ন এলাকা থেকে ৩ টি তান্ত্রিক দল আসে। নিজ নিজ মন্ত্র দিয়ে সাপ ও পাতারূপী মানুষকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন তারা।

যে দল তাদের মন্ত্রের মাধ্যমে সাপ ও মানুষরূপী পাতাকে বেশি নিজের দিকে টানতে পারবে,সেই দলই পয়েন্ট পাবে।পরে পয়েন্ট হিসাব করে বিজয়ী ঘোষণা করা হয়। খেলায় স্থানীয় দলকে হারিয়ে নাম রমনপাড়ার সুলতানের দল বিজয়ী হন। খেলার সময় মাঠজুড়ে নারী-পুরুষ, শিশু-কিশোরের উপচে পড়া ভিড় ছিল। খেলা শেষে বিজয়ী দলকে খাসি ও পরাজিত দলকে রাজহাঁস প্রদান করা হয়।

এদিকে আয়োজকরা বলছেন আমরা ছোটবেলা থেকেই এই খেলার নাম শুনে এসেছি,কিন্তু কখনও দেখা হয়নি। আগে বিভিন্ন এলাকায় খেলাটি হতো বলে শুনেছি। দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। তাই খেলাটি ধরে রাখতে ও পুনরুদ্ধারে এই আয়োজন। স্থানীয়ভাবে আর্থিক সহযোগিতা পেলে মানুষকে আনন্দ দিতে প্রতিবছর এমন আয়োজনের চিন্তাভাবনা করছি। দর্শক স্থানীয়রা বলেন,এমন খেলা দেখে বিমোহিত ও খুশি দর্শকরা। সবার দাবী, প্রতিবছর আয়োজন হোক এমন খেলার।
আয়োজক সুভাষ চন্দ্র জানান সহযোগিতা পেলে মানুষকে আনন্দ দিতে প্রতিবছর এমন খেলা আয়োজনের কথা বলছেন আয়োজকরা।

264 Views

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সুবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

কমলগঞ্জের তামান্না রেজা চান্স পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে

মাছের চর ও কাকড়ার চর দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ,

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: নীরব মহামারির পথে?

টেকনাফে অপহৃত উদ্ধার,অস্ত্র-গুলিসহ অপহরণকারী চক্রের এক সদস্য আটক

নার্সিং শিক্ষার্থীদের ফ্যাসিস্ট বলা মূর্খতা 

নব প্রতিষ্ঠিত কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন

কানাডার জীবন: নেতিবাচক দিক

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি সম্পন্ন

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সিএনজি অটোরিকসা ও পিক-আপ’র মুখোমুখী সংঘর্ষে নারীসহ নিহত-৬

ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্র
এইচএসসি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ২০২৫

বোয়ালখালীতে বিশেষ অভিযানের অস্ত্রসজ্জিত আটক ৪ জন