ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

দেশের সেরা তিন গুণী শিক্ষকের একজন চট্টগ্রামের লুৎফুন্নিছা খানম

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৫, ৪:২৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত গুণী শিক্ষক নির্বাচনে জাতীয় পর্যায়ে মাধ্যমিক স্তর থেকে সেরা তিন জনের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রাতঃ) লুৎফুন্নিছা খানম।

চট্টগ্রাম জোন থেকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক–২০২৫ নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার গৌরব অর্জন করেন তিনি।

এর আগে তিনি পেয়েছেন অসংখ্য সম্মাননা—প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা, The Daily Star Stellar Women Award, দেশ সেরা মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতা বিজয়ী, দেশ সেরা কন্টেন্ট নির্মাতা, দেশ সেরা অগ্রগামী শিক্ষক, আন্তর্জাতিক পর্যায়ে সেরা কো-অর্ডিনেটর প্রাইজ এবং সেরা জয়িতা (থানা পর্যায়) সহ আরও বহু পুরস্কার।

নিজেকে শুধু শিক্ষাদানেই সীমাবদ্ধ রাখেননি লুৎফুন্নিছা খানম। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন গড়ে তোলার অদম্য নেশায় ইতোমধ্যে আমেরিকা, ইংল্যান্ড, তাইওয়ান, রোমানিয়া, আর্জেন্টিনা, পেরু, ভারতসহ বিশ্বের ১৩ টি দেশের ২৮টি প্রজেক্ট সম্পন্ন করেছেন, বর্তমানে আরও ২টি প্রজেক্ট চলমান রয়েছে। শিক্ষকতার পাশাপাশি তিনি চট্টগ্রাম জেলা অ্যাম্বাসেডর ফোরামের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত আছেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাঁর পদচারণা সমানভাবে উজ্জ্বল। সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড ও স্লোভেনিয়ায় অনুষ্ঠিত নানা প্রশিক্ষণ ও কনফারেন্সে তিনি অংশগ্রহণ করেছেন, যা তাঁর অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিকে করেছে আরও সমৃদ্ধ।

শিক্ষকতার মহান ব্রতকে জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ aকরে শিক্ষার্থীদের নিয়ে নিরলস পরিশ্রম, নতুনত্বের সাধনা ও সৃজনশীলতার আলোয় চারপাশকে আলোকিত করে চলেছেন লুৎফুন্নিছা খানম। তিনি শুধু একজন শিক্ষক নন, শিক্ষার্থীদের অনুপ্রেরণা, সহকর্মীদের প্রেরণা এবং সমাজের জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা।

আরও পড়ুন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জনগণ গণভোট-সনদ এসব বোঝে না : ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা