নুরুল ইসলাম
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৭ ধরনের বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-১৫। নাশকতা বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি যাতে ঘটতে না পারে সেজন্য কক্সবাজার জুড়ে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় কক্সবাজার শহরের লালদিঘির পাড়ে অবস্থিত স্বরস্বতী মন্দির পরিদর্শন করেন র্যাব-১৫ এর সদস্যরা। এসময় তারা মন্দির এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন এবং পূজারী ও ভক্তদের সাথে কথা বলেন।
র্যাব জানায়, পূজা মণ্ডপে প্রবেশ ও প্রস্থান পথ, সিসিটিভি মনিটরিং, টহল জোরদার, গোয়েন্দা নজরদারি, পর্যাপ্ত সংখ্যক র্যাব ও পুলিশের মোতায়েন, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং জরুরি সাড়া প্রদানের জন্য কন্ট্রোল রুম চালু রাখা সহ ৭ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
র্যাব-১৫ এর কর্মকর্তারা বলেন, “ধর্মীয় উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার সুযোগ কেউ নিতে না পারে, সেজন্য আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তার বেষ্টনী দিয়ে পূজা মণ্ডপগুলোকে সর্বোচ্চ সতর্কতার আওতায় রাখা হবে।”
পূজায় অংশ নিতে আসা ভক্ত ও দর্শনার্থীদেরও নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০