রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
থানায় থানায় জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়তে কাজ করার আহবান জানিয়েছেন রংপুর জেলা পুলিশের এসপি জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম।
আজ (১৯ ফেব্রুয়ারি) বুধবার রংপুরের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ, এবিএম সাজেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম পুলিশ সুপার, রংপুর।
অপরাধ সভায় কোতোয়ালী থানার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, মামলার যথাযথ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা, অপরাধীকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে থানা পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকের বিস্তার রোধে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। জবাবদিহিমূলক ও জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য কোতোয়ালী থানা পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।
অপরাধ সভায় সকল অফিসার ফোর্সদের নিয়ে অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদকচক্র ও আইন শৃঙ্খলা বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।সভায় কোতোয়ালী থানার সকল এসআই ও এএসআই সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কোতোয়ালী থানায় আয়োজনে মাসিক অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন- জনাব, আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর, জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল(কোতোয়ালী-গংগাচড়া) রংপুর, এবং কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত ও সকল এসআই এবং এএসআই সহ পুলিশ সদস্যরা।