ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ জুন ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ

Link Copied!

মির্জা নাদিম,বিশেষ প্রতিনিধি

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের নিয়ে দিকনির্দেশনামূলক গাইডলাইন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত ২১ জুন । উত্তরায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুিষ্ঠানে শিক্ষার্থীদেরকে পরিশুদ্ধ নৈতিকতা ও আধুনিক জ্ঞানচর্চার মাধ্যমে দ্বীনি নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর অধ্যক্ষ ও প্রখ্যাত আলেম ড. হিফজুর রহমান বলেন, “আলিম শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান অর্জনের পাশাপাশি খালিস নৈতিকতা ধারণ করে সমাজে আলোর দিশারী হয়ে উঠতে হবে।” তিনি বলেন, ইসলামি শিক্ষার সঙ্গে আধুনিক ও বাস্তবমুখী জ্ঞানচর্চার সমন্বয়ই আজকের প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উত্তরা ৪ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুহাদ্দিস ড. রফিকুল ইসলাম মাদানী, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, সিনিয়র ডিরেক্টর আনমু রাশিদুল ইসলাম সায়েম, ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোশারফ হুসাইন, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আনিসুর রহমান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা মো. আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আবদুল্লাহ আল মামুন, গার্লস মাদ্রাসার প্রিন্সিপাল ড. আনিসুর রহমান, এজিএম শরিফুল ইসলাম, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এমডি শফিকুল ইসলাম, বোর্ড কর্মকর্তা ইসমাইল মোল্লাসহ বিপুলসংখ্যক শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থী।

আলিম পরীক্ষার্থীদের সম্পাদনায় প্রকাশিত “ইনকিলাবিয়্যাহ”স্মারকের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী জারিফ ইবনে জাকির। বিদায়ী অনুভূতি প্রকাশ করেন মাবরুর বিন ইকবাল ও লাবিব বিন মোশারফ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন কাজী আব্দুল্লাহ (আরবি) ও খাইরুল বাশার (ইংরেজি)।

পরীক্ষার্থীদের কুরআনুল কারীমের অনুবাদ উপহার দেন সবুজপত্র প্রকাশনীর স্বত্বাধিকারী হেলাল উদ্দিন। অনুষ্ঠানের শেষপর্বে বিশেষ দোয়া পরিচালনা করেন মুহাদ্দিস ড. রফিকুল ইসলাম মাদানী।

আরও পড়ুন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ