সংবিধানের বিলুপ্তি ঘটুক
তরিকুল ইসলাম
আজকের জন্য নাহয় নিয়ম-কানুন কিছুটা শিতিল হোক,
সংবিধানের বিলুপ্তি ঘটুক,
জাতিসংঘ,বিশ্ব মোড়ল, আইন আদালত আজ হাত
গুটিয়ে বসুক,
নিষ্প্রাণ হোক যত শাসন-বারণ আর,
সূয্যিটা হারিয়ে ফেলোক খুবই সামান্য উজ্জ্বলতা তার
বৃক্ষরাজির উদ্দীপক গুলো হয়ে যাক টালমাটাল আজ,
ভুলেই যেন তারা আজি নিয়ে নেয় বসন্তের সাজ,
পৃথিবীটা সামান্য অভিমানী হোক,
সূর্যের সাথে আজি তার দূরত্ব বাড়ুক,
তারই জন্যে চারিপাশে শীতলও বাতাসও বহে,
মিষ্টি রৌদ্দর চারিপাশ আজ, বসন্তের সাজ।
যাত্রীরা সব যাত্রা ভুলে হয়ে যাক কর্ম-ব্যাস্ত,
মহাসড়ক আজ হোক খুবই ফাঁকা, যানজট মুক্ত,
ট্রাফিক পুলিশ গুলো ছুটি নিবে, ফিরে যাক ঘরে,
চারপাশ তখন বিষণ নিরব,পাখিরাও রবে চুপটি করে
শুধু তারা দৃষ্টি ভরে,আমাদের দিকেই থাকিয়ে রবে।
আমরা তখন ক্লান্ত, শ্রান্ত, ব্যর্থতা আর হতাশা ফেলে
হেটে যাব প্রশান্তি আর মন ভালোর দিকে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০