
ওমর ফারুক
ডুলাহাজারা ডিগ্রি কলেজে পরিবহন সেবার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন যে পরিবহন এর নাম ভাঙ্গািয়ে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মহোদয় স্বীকার করেন যে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনা ঘটেছে। তিনি সাংবাদিককে বলেন, “এটি ভুলবশত নেওয়া হয়েছে। এই টাকা তিনি ছাত্রছাত্রীদের দিয়ে দিবেন বলে আস্বাস দিয়েছেন।
শিক্ষার্থীরা জানান, নিয়মিত ফি পরিশোধের পরও বিভিন্ন সময় অতিরিক্ত টাকা দিতে বাধ্য করা হয়, যা তাদের জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে।
অভিভাবক ও শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের প্রতি যথাযথ নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০