ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট স্টার মডেল স্কুল এন্ড কলেজের বর্ষবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২৫ এর শুভ উদ্বোধন হয়েছে, এই বর্ষবরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা তিন দিন ব্যাপি চলবে এবং আগামী সোমবার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে রুহিয়া ডিগ্রি কলেজ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও শপথ বাক্য পাঠ শেষে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অশ্বিনী চন্দ্র বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন রুহিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির সভাপতি ও ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মজাহারুল ইসলাম বাদল, ব্রাইট স্টার মডেল স্কুল এর সহকারী প্রধান শিক্ষক মানিক চন্দ্র, প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিকগণ সহ সকল ছাত্র/ছাত্রীগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০