নুরুল ইসলাম, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়া এলাকায় র্যাব-১৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) বিকেলে র্যাব-১৫, সিপিসি-১, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, ছোট হাবিব পাড়ার হাসিনার মায়ের টিনশেড ঘরে ইয়াবা মজুদ করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল একটি মাদক চক্র। এ সময় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১,৭০,০০০ (এক লক্ষ সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, একটি স্মার্টফোন ও দুটি বাটন ফোনসহ তিনজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো—
ইসমত আরা (২৪), পুরাতন রোহিঙ্গা, সাং–কুতুপালং ক্যাম্প এ/১, উখিয়া, কক্সবাজার।
মো. আবদুর রহিম (৩০), সাং–রইক্ষ্যং, মধ্য হ্নীলা, টেকনাফ।
শামীনারা বেগম (৩৬), সাং–হাবিব পাড়া, ৭ নং ওয়ার্ড, সদর ইউপি, টেকনাফ।
অভিযানকালে তাদের সহযোগী মো. হাসান (২৪) পালিয়ে যেতে সক্ষম হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০