মির্জা নাদিম, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-২ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ হোসেন আলী বলেছেন, “জুলাই-আগস্ট ২০২৪ ছিল ভারতীয় আধিপত্য ও আগ্রাসন থেকে মুক্তির মাস।”
মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৪টায় গাজীপুর মহানগরীর টঙ্গী চেরাগ আলী জামায়াত মিলনায়তনে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রথম বর্ষপূর্তি এবং শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন নুর মোহাম্মদ মণ্ডল।
আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এএইচএম ইরফানুল হক এবং মো. নেয়ামত উল্লাহ শাকের। বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর মো. আনোয়ার হোসাইন ভূঁইয়া এবং শহীদ শাকিলের পিতা মাওলানা মো. বেলায়েত হোসেন।
বক্তারা বলেন, “১ জুলাই আমাদের জাতীয় ইতিহাসে অনন্য একটি দিন। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু এই দিনেই হয়েছিল। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট জাতি দ্বিতীয়বারের মতো মুক্তির স্বাদ পায়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা মো. আব্দুল লতিফ, অধ্যাপক মো. আতিকুর রহমান, মো. বিন ইয়ামিন, মো. আবু রায়হানসহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০