আজ ১৯ ই আগস্ট ২০২৫, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ এর নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতে তাকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দিয়ে স্বাগত জানানো হয়।
এরপরে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠ করে অনুষ্ঠান শুরু করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বায়ো ও জৈব প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান বক্তব্য উপস্থাপন করেন। তিনি জিইউবি’র বহুল আকাঙ্খিত নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানান। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিষয়ের উপর আলোকপাত করেন এবং উপাচার্য মহোদয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতির জন্য একইসাথে কাজ করার আকাঙ্খা ব্যক্ত করেন। শেষে, সদ্যবিদায়ী উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. ইকবাল হোসাইন কে তার বিগত সময়ের দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরবর্তীতে, সদ্য বিদায়ী উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. ইকবাল হোসাইন বক্তব্য প্রদান করেন। তিনি আজকের এই আনন্দঘন দিনে নবনিযুক্ত উপাচার্য মহোদয়কে তার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানান। এ পর্যায়ে তিনি তার দায়িত্ব পালনের সময় বিভিন্ন প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন। অধিকন্তু, জরুরী ভিত্তিতে কনভোকেশন আয়োজন, স্থায়ী ক্যাম্পাস স্থাপন এর বিষয়ে নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। শেষে সবার সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করে তার বক্তব্য শেষ করেন।
পরবর্তীতে নবনিযুক্ত উপাচার্য তার বক্তব্যের শুরুতে সবাইকে স্বাগত জানান। উপাচার্য হিসেবে যোগদানের পর পর্যায়ক্রমে সব স্টেকহোল্ডার এর সাথে মতবিনিময় সভা করা হবে বলে জানান। একইসাথে শিক্ষকদের গুণাবলী হতে হবে শিষ্টাচারী, ক্ষমাশীল, কর্তব্যপরায়ণ বলে তিনি বিশ্বাস করেন এবং শিক্ষকগণকে এসব গুণাবলী চর্চার আহ্বান করেন। একইসাথে তিনি দ্রুততম সময়ে কনভোকেশন আয়োজন টপ প্রায়োরিটি হিসেবে সাব্যস্ত করেন। যথাসময়ে স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম, ও শিক্ষার্থী সংখ্যা বাড়ানোর দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন। এসব কাজ করতে গিয়ে সবাইকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ এর রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মোস্তফা কামাল।
উল্লেখ্য, গত ১২ই আগস্ট ,২০২৫ রাষ্ট্রপতির অনুমতিক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩১(১) অনুযায়ী প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী কে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশে’র উপাচার্য পদে নিয়োগ প্রদান করে বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। যোগদানের তারিখ হতে আগামী ৪ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০