মো: শুভ ইসলাম,(জাককানইবি)
৯ই জানুয়ারি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) প্রথম আলো বন্ধুসভা শাখার ২০২১ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে । উক্ত কমিটিতে ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির নব্য সভাপতি মানসুরা বিনতে আমিন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক রাফিয়া ইসলাম ভাবনা। নতুন কার্যকারী কমিটির সম্মানিত উপদেষ্টা পরিষদের পরামর্শ অনুযায়ী চালিত হবে বন্ধুসভা।
উপদেষ্টা পরিষদের রয়েছেন ড.মোঃ সুজন আলী (অধ্যাপক,সিএসই ও ছাত্র উপদেষ্টা, জাককানইবি),মোঃ আল জাবির (সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান টিপিএস,জাককানইবি), মোঃ নজরুল ইসলাম (সহযোগী অধ্যাপক, এআইএস ও সভাপতি শিক্ষক সমিতি, জাককানইবি),মোঃ বাকী বিল্লাহ (সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফোকলোর,জাককানইবি), মোঃ আরিফ আহমেদ(প্রভাষক,এআইএস, জাককানইবি), মোঃতারিফুল ইসলাম ( প্রভাষক দর্শন বিভাগ,জাককানইবি), মোঃকামরান পারভেজ (ময়মনসিংহ প্রতিনিধি,প্রথম আলো),মোহাম্মদ ইউসুফ (সাবেক সভাপতি প্রথম আলো বন্ধুসভা,জাককানইবি)
নতুন কমিটির সকল সদস্যদের উদ্দেশ্য এক প্রশ্নের জবাবে সদ্য সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মোঃ ইউসুফ বলেন যে,"নতুন কমিটির নতুন নেতৃত্ব বন্ধুসভা কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে!
নতুন সভাপতি হিসেবে প্রথম আলো বন্ধুসভাকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?এই প্রশ্নের জবাবে মানসুরা বিনতে আমিন আমাদের কে বলেন যে, "সামনের দিনগুলিতে বন্ধুসভাকে ঘিরে অনেক পরিকল্পনা আছে।সময়োপযোগী বেশ কিছু ইভেন্ট নিয়ে কাজ করবো।সেইসাথে মানবতার সেবায় বন্ধুসভাকে আরও বেগবান রাখবো।পাশাপাশি শিক্ষার্থীদের আত্মউন্নয়নে বেশকিছু ওয়ার্কশপ,সেমিনার প্রভৃতি আয়োজন করবো।সবমিলিয়ে দেশের ১১৪টি বন্ধুসভার মাঝে অনন্য একটি বন্ধুসভা হবে "জাককানইবি বন্ধুসভা" এই আশাবাদ ব্যক্ত করছি"।
এছাড়াও বন্ধুসভার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, "যেহুতু প্রথমআলো বন্ধুসভা একটি সামাজিক সংগঠন সেহেতু নতুন সাধারণ সম্পাদক হিসেবে জাককানইবি বন্ধুসভাকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনা বলতে সবসময় মানুষকে নিয়ে সামাজিক কাজ করা তাছাড়া জাতীয় পর্যায় থেকে প্রতিবছর নিদিষ্ট কিছু প্রোগ্রাম আগে থেকে সেট করে দেওয়া থাকে সেগুলা সঠিক ভাবে সম্পন্ন করা তাছাড়াও নিধারিত প্রোগ্রামের পাশাপাশি সবাইকে এমন কিছু নতুন কাজ করা যা বাংলাদেশের ১১৪ টা বন্ধুসভা থেকে আমাদের জাককানইবি বন্ধুসভাকে এবং সেই আমাদের বিশ্ববিদ্যালয় অনন্য করে।"
সবশেষে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আমাদের কে বলেন যে "প্রথম আলো বন্ধুসভা বাংলাদেশের তরুণ সংগঠন গুলোর মাঝে অন্যতম।এই সংগঠনটি বছরব্যাপী নানা আয়োজনে সবসময় মুখর থাকে।জাককানইবি প্রথম আলো বন্ধুসভার নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে বলতে চাই,আসন্ন দিনগুলোতে বন্ধুসভাকে কেন্দ্র করে নানামুখী আয়োজন করার চিন্তাভাবনা করছি।শুধু মাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নয়,সমাজস্থ দুঃস্থ মানুষদের জন্যও কাজ করার পরিকল্পনা আছে।পাশাপাশি বন্ধুসভার বন্ধুদের চাকুরী বাজারে দক্ষ করে তুলতে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টমূলক ওয়ার্কশপ আয়োজন করার পরিকল্পনা করছি।এছাড়াও বছরব্যাপী বিভিন্ন দিবসে সাংস্কৃতিক কর্মকান্ড তো থাকবেই।সর্বোপরি, বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে জাককানইবি বন্ধুসভা সক্রিয় ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।"
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০