

চবি প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়া (চবির চকোরী) নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক জাহেদুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন-ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নরুল ইসলাম, আরবি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক, পালি বিভাগের অধ্যাপক ড. সুদীপ্ত বড়ুয়া, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা আজিজ।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ফারিহা জেসমিন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. ছরওয়ার আলম, চকরিয়া সমিতির সেক্রেটারি হামিদ হোসেন, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক আলী এবং এশিয়ান স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক ওসমান সরওয়ার ও বিশিষ্ট সমাজসেবক সবুজ স্যার।
এ ছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই মহতী আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসিফ রহমান এবং সার্বিক পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিউল ইসলাম শাফি ও বৃষ্টি দাস।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তানভীর হায়দার ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন,
“তোমরা কেবল পাঠ্যপুস্তক জ্ঞানে সীমাবদ্ধ থাকবে না; নৈতিকতা, নেতৃত্ব, গবেষণা এবং মানবিক মূল্যবোধ অর্জনেও সমান গুরুত্ব দেবে। বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি পাওয়ার স্থান নয়-এটি ব্যক্তিত্ব গঠনের শ্রেষ্ঠ সময়। তাই প্রতিটি দিনকে কাজে লাগাও, নিজেকে দক্ষ করে তোলো এবং দেশ-সমাজের উন্নয়নে এগিয়ে যাও।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের চারটি বছর যেন লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডে নষ্ট না করে, বরং পড়াশোনা ও স্ব-উন্নয়নের মাধ্যমে তা অর্থবহ করে তোলাই শিক্ষার্থীদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
বক্তারা আরও বলেন, এখানকার শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মসংস্থান লাভ করবে। তারা এই বিশ্ববিদ্যালয়ের সুনাম পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে দেবে-এমন আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সৎ মানুষ হওয়ার তাগিদও দেন তাঁরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে সংগঠনের শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনার পাশাপাশি জনপ্রিয় ব্যান্ডদল ভং স্টুডিও-র মনোমুগ্ধকর পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, নবীন ও সিনিয়র শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন ছিল উৎসবমুখর। সবার প্রত্যাশা এ আয়োজন চকরিয়া অঞ্চলের চবি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বন্ধন ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করবে বল মনে করেন।
অনুষ্ঠানের শেষাংশে অনুষ্ঠিত আকর্ষণীয় র্যাফল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০