| মুহাম্মদ আবদুল ওয়াহিদ :
প্রতিবছরের ন্যায় এবছরও চট্টগ্রাম কেন্দ্রীয় বায়তুশ শরফে সীমিত পরিসরে ৩ দিন ব্যাপী মিলাদুন্নবী (সা.) উদযাপনের জন্যে প্রশাসন অনুমতি দিয়েছে।
অনুষ্ঠানের সময়সূচি নিম্নরূপ :---
- ২৮ অক্টোবর, বুধবার ১০ই রবিউল আউয়াল শিশু-কিশোরদের মনোরঞ্জন ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান " পাখ-পাখালির আসর " ( বাদে মাগরিব )
- ২৯ অক্টোবর, বৃহস্পতিবার ১১ই রবিউল আউয়াল রাসূল (সা.) এর শানে উর্দু-বাংলা সঙ্গীতানুষ্ঠান 'শানে মোস্তফা (সা.)' ( বাদে মাগরিব )
" বিশেষ আকর্ষণ : এই প্রথম " বায়তুশ শরফ রেনেসাঁ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় থাকছে কাওয়ালী-নাতে রাসূল (সা.) "
- ৩০ অক্টোবর, জুমাবার ১২ই রবিউল আউয়াল "আজিমুশ-শান ওয়াজ ও মিলাদ মাহফিল" ( বাদে মাগরিব )
বিঃদ্র : এ বছর দিনব্যাপী তামাদ্দুনিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে না, শুধু বাদে মাগরিব উক্ত উল্লেখিত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এবং 'আনজুমনে নওজোয়ান বাংলাদেশ ' এর স্টলে সদস্য ফরম বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০