মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন জামায়াত ইসলামী’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (২২ মার্চ) পিরুজালী উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পিরুজালী ইউনিয়ন শাখার আমীর কামরুজ্জামান মন্ডলের সভাপতিত্বে ও সেক্রেটারী ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য, গাজীপুর জেলা জামায়াতের আমীর ও গাজীপুর-৩ (সদর-শ্রীপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্যে প্রধান অতিথি বলেন, রাজনৈতিক মতভেদ থাকবে। ভাইয়ে ভাইয়ে মতভেদ থাকবে। কিন্তু আমরা একে অপরের প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবো না। এক টেবিলে বসে আলোচনা মাধ্যমে যে কোন সমস্যা যাতে সমাধান করতে পারি। সে সংস্কৃতি চালু করতে হবে। আমরা একে অন্যকে শ্রদ্ধা, সম্মান ও ভালবাসবো। এক টেবিলে বসে, এক প্লেটে খাবার খাবো। একে অন্যের সুখদুঃখের অংশীদার হব। তবেই এক নতুন বাংলাদেশের সূচনা হবে।
তিনি আরো বলেন সিয়াম সাধনার মাসে তাকওয়ার গুণাবলী অর্জনের মাধ্যম দিয়ে ইসলামী সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামীর কর্মীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে সকলকেই ইসলামী অনুশাসন মেনে চলার দিকে আহ্বান জানাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামী’র তার – বিয়ত সম্পাদক মোহম্মদ উল্ল্যাহ, গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ আলাউদ্দীন, নায়েব আমীর অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
ইফতারে আগে দেশের এই ক্রান্তিলগ্নে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।