মির্জা নাদিম, স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মুমিনুর রহমান গাজীপুরের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ শান্তি, আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। রমজানের সংযম ও ত্যাগের পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দঘন উৎসব। এই পবিত্র দিনে আমি গাজীপুরবাসীসহ দেশের সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও বলেন, “বর্তমান দুঃসময়ে ঈদের আনন্দ যেন সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেজন্য আমাদের সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। ঈদ শুধু উৎসবের দিন নয়, এটি মানুষে মানুষে সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধির একটি বিশেষ উপলক্ষ। আসুন, আমরা সবাই বিভেদ ভুলে এক হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।”
ঈদ উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। দলীয় নেতাকর্মীরা সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন।