ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

খুরশীদ আলম ভূইয়ার দিক নির্দেশনায় সোনাগাজীতে ঈদুল আজহা ও কুরবানির হাটকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থায় ছাত্রদল, যুবদল ও অঙ্গ সংগঠন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৫ জুন ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ

Link Copied!

নিজেস্ব প্রতিবেদক : মির্জা নাদিম

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন বাজারে কুরবানির পশুর হাট বসেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত পশুর হাট। ঈদুল আজহা এবং হাটকেন্দ্রিক জনসমাগম ও যানবাহনের চাপের কারণে উপজেলাজুড়ে সৃষ্ট যানজট নিরসনে বিশেষ ভূমিকা পালন করছে সোনাগাজী উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

৫ জুন সরেজমিনে সোনাগাজী জিরো পয়েন্টে দেখা যায়, ছাত্রদলের অন্তত ৭-৮ জন কর্মী নিরলসভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। পথচারী ও যানবাহনের চালকদের সুষ্ঠুভাবে চলাচলের সহায়তা করছেন তারা। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকরা।

ট্রাফিকের দায়িত্ব পালনরত ৬ নম্বর চর চান্দিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাকিব বলেন,
“আমরা ঈদ উপলক্ষে কয়েকদিন ধরেই উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়ার দিকনির্দেশনায় সোনাগাজীর জিরো পয়েন্টে যানজট নিরসনে কাজ করছি। ঈদে বাড়ি ফেরা মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।”

জনসাধারণ মনে করছেন, রাজনীতির পাশাপাশি এ ধরনের সামাজিক উদ্যোগ রাজনীতিকদের প্রতি মানুষের আস্থা বাড়ায়। অনেক চালক ও পথচারী বলেন,
“রাজনীতি যদি মানবসেবার জন্য হয়, তাহলে ছাত্রদলের মতো অন্যান্য সংগঠনকেও এমন উদ্যোগে অংশগ্রহণ করা উচিত।”
তবে তারা আরও জানান, সোনাগাজী জিরো পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ মোড় হওয়ায় এখানে চতুর্দিক থেকে যানবাহন আসে। ফলে ঈদ মৌসুম ছাড়াও প্রায়শই যানজট লেগে থাকে। এজন্য তারা দ্রুত স্থায়ী ট্রাফিক পুলিশের নিয়োগ চেয়েছেন।

সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া মুঠোফোনে বলেন,
“রমজান ঈদেও আমরা টিম গঠন করে এই সেবামূলক কাজ করেছি। কুরবানির ঈদেও ছাত্রদলের পাশাপাশি যুবদল ও অঙ্গসংগঠনের কর্মীরা মাঠে আছে। বিএনপি একটি বৃহৎ দল হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে জনগণের প্রতি, সেই দায়িত্ববোধ থেকেই আমরা কাজ করছি।”
তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
“জিরো পয়েন্ট এলাকায় যেন স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হয়, যাতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমে।”

আরও পড়ুন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ