ঢাকাশনিবার , ১৬ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

কাপাসিয়ায় সমাবেশে যাওয়া জামায়াত নেতাকর্মীদের তালিকা করার হুৃমকি দিলেন বিএনপির এক নেতা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন,
কাপাসিয়া (গাজীপুর) থেকে :

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার জাতীয় সমাবেশে যাওয়া জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার এক বিএনপি নেতা। তিনি উপজেলা জামায়াত নেতাকর্মীদের তালিকা করারও নির্দেশ দিয়েছেন। তার এ বক্তব্য সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি বলেন, আগামী ১৯ তারিখে ঢাকায় তাদের (জামায়াত) সম্মেলন, ঢাকায়। প্রত্যেক ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি যারা আছেন, খালি দেইখা রাখবেন কেডা যায়। চিহ্নিত করবেন, কাউরে কিছু বলার প্রয়োজন নাই। সময় একদিন আসবে, কারণ সিট একটাও পাবে না জামাত।’

খোঁজ নিয়ে জানা গেছে, ওই নেতার নাম মো. জজ মিয়া। তিনি কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তার বাড়ি সনমানিয়ার চন্ড্রালহাতা গ্রামে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলেন, জজ মিয়া আসলে মৌসুমী নেতা। বর্তমানে তিনি খুব সক্রিয় ও অতি উৎসাহী। অথচ ২০২৪ সালের ৫ আগস্টের আগে বিভিন্ন অজুহাতে দলের গুরুত্বপূর্ণ সভা-সমাবেশ থেকে মুখ ফিরিয়ে রাখতেন। আওয়ামী লীগের পুরোটা সময় তিনি গা বাঁচিয়ে চলেছেন। পটপরিবর্তনের পর তিনি হঠাৎ করেই সক্রিয় হন এবং বিভিন্ন ক্ষেত্রে অতি বাড়াবাড়ি করছেন। এলাকার অনেকেই তার এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। এসব ফ্যাসিবাদী বক্তব্য। তার এ সন্ত্রাসী আচরণে দলের অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তারা আরো বলেন, এই হুমকিদাতাকে অবিলম্বে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। তিনি শান্তিপ্রিয় কাপাসিয়াকে অশান্ত করার ষড়যন্ত্র করছেন।

এ ব্যাপারে স্থানীয় সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান তপন বলেন, কাপাসিয়া বিএনপির রাজনীতি নিয়ে জনমনে নানা বিভ্রান্তি ছড়াতে সুপরিকল্পিতভাবে একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দীর্ঘদিন ধরে দলে ঘাপটি মেরে থাকা কিছু লোক সুযোগ বুঝে দলের বড় ক্ষতি করছে। তাদের চিহ্নিত করা খুবই জরুরি। দলের যে কেউ শিষ্টাচার বহির্ভুত বক্তব্য বা কর্মকাণ্ডে জড়ালে তাদের ব্যাপারে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের নির্দেশে তদন্ত করে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জজ মিয়া স্থানীয় রমিজ উদ্দিন মার্কেটে ৪ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে এই বক্তব্য দেন। এ নিয়ে জামায়াত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক ও কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা বলেন, রাজনীতি করা সকলের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে এ ধরনের বক্তব্য দেওয়া হতো। কাপাসিয়াকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যে এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে।

এ ধরনের ফ্যাসিবাদী বক্তব্য জুলাই বিপ্লবের স্পিরিটের পরিপন্থী। বিএনপির নেতৃবৃন্দকে লাগামহীন ও অগণতান্ত্রিক বক্তব্য থেকে বিরত থাকার আহবান জানান তিনি।

210 Views

আরও পড়ুন

সাক্ষাৎকার: জামায়াতের প্রার্থী এড. আব্দুর রব: ‘কমলগঞ্জ–শ্রীমঙ্গলের প্রতিটি ঘর আমার নিজের’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

উদ্বোধনের অপেক্ষায় শান্তিগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট

জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দেয়া পর্যন্ত কোন নির্বাচন হবেনা: ড. হামিদ আযাদ

মৌলভীবাজার-৪:
জনগণের কল্যাণে রাজনীতির ময়দানে এডভোকেট আব্দুর রব

লোহাগাড়ায় নোবিপ্রবি উপাচার্য
নারী-পুরুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে

ভোলাগঞ্জে সাদাপাথর লুটেরাদের বিরুদ্ধে ও টাংঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে মানববন্ধন

কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মাঝে আমের চারা বিতরণ

মাউশি’র উপপরিচালককে শুভেচ্ছা জানালো শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালীর নেতৃবৃন্দ

৫৫তম সীরতুন্নবী (সঃ) মাহফিল বাস্তবায়নে প্রস্তুতি সভা সম্পন্ন

দোয়ারাবাজারে বিজিবির ওপর হামলার ঘটনায় করা মামলায় ২জন গ্রেফতার

উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে কক্সবাজারে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত