মানবতার মুক্তির মহান দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সা. এর মহান জীবনী অধ্যয়ন এবং সে আলোকে নিজেকে গড়ে তোলার অনুপ্রেরণা জাগাতে ‘কমলগঞ্জে সীরাত রচনা প্রতিযোগিতা-২২’ আয়োজন করা হয়েছে।
"আনবোই আলোর প্রভাত, পড়বো মোরা সীরাত" এই শ্লোগানে মাহে রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি উপলক্ষে সৃজনে মননে কমলগঞ্জের উদ্যোগে সীরাত বিষয়ক রচনা প্রতিযোগিতা-২০২২ নিম্নে নিয়মাবলী তুলে ধরা হলো-
ক্যাটাগরিঃ-
১. ৬ষষ্ঠ-১০ম শ্রেণি(ছেলে মেয়ে উভয়)
বিষয়ঃ ছোটদের বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা.
শব্দসংখ্যা- ৮০০
২. একাদশ-অনার্স (ছেলে)
বিষয়ঃ তরুণদের আইডল হযরত মুহাম্মাদ সা.
শব্দসংখ্যা- ১০০০
৩. একাদশ-অনার্স(মেয়ে)
বিষয়ঃ নারীদের মানবিক মর্যাদা প্রতিষ্টায় হযরত মুহাম্মাদ সা. শব্দসংখ্যা- ১০০০
১. এই প্রতিযোগিতায় শুধুমাত্র কমলগঞ্জ উপজেলার যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী অথবা কমলগঞ্জের স্থায়ী বাসিন্দা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী অংশ গ্রহণ করতে পারবেন।
২. প্রতিযোগিতায় মুসলিম অমুসলিম যেকোনো শিক্ষার্থী অংশ গ্রহণ করতে পারবেন।
৩. রচনা প্রস্তুত করতে যেকোনো সীরাত গ্রন্থ, গুগল / উইকিপিডিয়া ইত্যাদি থেকে সহায়তা নেয়া যাবে। তবে হুবহু কপি করা যাবে না। অবশ্য রেফারেন্সসহ উদ্ধৃতি দেয়া যাবে।
৪. রচনা এসাইনমেন্ট পদ্ধতিতে লিখতে হবে। সাথে নাম, শ্রেণি, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানী ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে। অতঃপর খামবন্দি করে জমা দিতে হবে।
৫. রচনা জমা দেয়ার সর্বশেষ তারিখ ২৮ অক্টোবর শুক্রবার।
★ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে সৃজনে মননে কমলগঞ্জ এর ফেসবুক আইডি থেকে।
★ পুরস্কৃত হবেন প্রতি গ্রুপের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত সেরা ৫ জন
সিরাত রচনা প্রতিযোগিতা এ উদ্যোগের সহযোগিতায় রয়েছে নিউজ ভিশন পরিবার৷ নিউজ ভিশনের সহ সম্পাদক রফিকুল ইসলাম জসিম জানান, প্রতিটি গ্রুপে বিজয়ী প্রত্যেকে নিউজ ভিশন পত্রিকা প্রকাশ করা হবে৷ এই ধরণের উদ্যাগে সবসময় পাশে থাকবে জানান।
সার্বিক যোগাযোগ -
Burhan Zia
সমন্বয়ক - 01305667615 (রাত ৮ - ১০)
Md. Muhin MiaMd. Muhin Mia
সদস্য সচিব - 01644107671 (রাত ৮টা-১১টা পর্যন্ত)
সৃজনে মননে কমলগঞ্জ, মৌলভীবাজার
(একটি সৃজনশীল প্রয়াস)
বিস্তারিত -
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০