হিরক রাণীর দেশে
অনির্বাণ বিক্রম
গায়ের লোকেরা যেনো
করে কানাকানি-
চারিদিকে মনসার
ক্রুর হানছানি।
তুমি তো বুঝো না রাই,
বোকা মেয়ে ছেলে-
শ্যামকে রেখেছে ধরে,
মনসার জেলে।
ওখানে বলতে হয়,
কথা মেপে মেপে -
সত্যি বললে ওরা
জিভ কেটে নেবে।
সারাদেশ ছেয়ে গেছে,
মনসার সাপে-
প্রথমে কানুকে খেয়ে
পরে রাইকে খাবে।
রাইয়ের প্রাণ কাঁপে
ভয় ও শমকায়-
ভাসছে অজানা লাশ
বুড়ি গঙ্গায়!
মানত করেছে রাই,
তুলসি তলায় -
প্রানের কালাকে যেন
প্রাণে ফিরে পায়!
কালা আর ফিরবেনা
মানো নাই মানো -
কালাকে করেছে খুন
মনসার দানো।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০