ঢাকাবৃহস্পতিবার , ১৪ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

কক্সবাজার পুলিশের মাঝে বডি ওর্ন ক্যামেরা বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ

Link Copied!

অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত প্রক্রিয়া সহজতরকরণ এবং জনসাধারণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে অন্যান্য জেলার ন্যায় ৩০ জুলাই ২০২৫ ইং কক্সবাজারে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা বিতরণ করা হয়েছে।
পুলিশের কর্মকাণ্ডের স্বচ্ছতা ও দায়বদ্ধতার আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে জেলা পুলিশ কক্সবাজার বিভিন্ন ইউনিটে বডি ওর্ন ক্যামেরা বিতরণ করেন।
বর্তমান ডিজিটাল সময়ে অপরাধ সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। দেশের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়ে। সেই হিসেবে কক্সবাজার জেলা পুলিশ আজ বিভিন্ন ইউনিটে ৩৫টি বডি ওর্ন ক্যামেরা বিতরণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থার নতুন মাত্রা যোগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশ সুপার, কক্সবাজার।
জেলা পুলিশ মনে করেন বডি ওর্ন ক্যামেরা একটি আধুনিক প্রযুক্তি যা সরাসরি পুলিশ সদস্যদের শরীরে সংযুক্ত থাকবে এবং তারা দায়িত্ব পালনকালে সকল কার্যক্রম ভিডিও ও অডিও আকারে রেকর্ড করতে সক্ষম হবে। এটি পুলিশের পেশাগত আচরণ নিরীক্ষা, তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ রাখা এবং মিথ্যা অভিযোগ থেকে পুলিশ সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফউদ্দিন শাহীন বলেন, “আমরা জনগণের পুলিশ হতে চাই। বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন, পুলিশি কার্যক্রমের স্বচ্ছতা বৃদ্ধি এবং জবাবদিহি নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থায় কক্সবাজার জেলা পুলিশ আরও একধাপ এগিয়ে যাবে।”
কক্সবাজার জেলা পুলিশ প্রাথমিক পর্যায়ে জেলার বিভিন্ন থানা ও ফাঁড়ির টহল টিম, ট্রাফিক ইউনিট, ডিবি এবং বিশেষ অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের ক্যামেরা বিতরণ করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সকল ইউনিটে এই প্রযুক্তির সম্প্রসারণ করা হবে বলে জানান তারা।
কক্সবাজার জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার , মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম মিডিয়া ফোকাল পয়েন্ট প্রেস রিলিজে জানান, বডি ওর্ন ক্যামেরার ফুটেজ সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় সার্ভার ও সফটওয়্যার সিস্টেম স্থাপন করা হবে। এছাড়াও সদস্যদের প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে তারা প্রযুক্তিটি যথাযথভাবে ব্যবহার করতে পারেন।
তিনি আশা করেন,এই পদক্ষেপ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত প্রক্রিয়া সহজতরকরণ এবং জনসাধারণের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

51 Views

আরও পড়ুন

গাজীপুরে সাংবাদিক হত্যা : কোন পথে এগুচ্ছে বাংলাদেশ?

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বন্যহাতির চিকিৎসা শুরু !! 

গর্জনিয়ায় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু।

বর্ণিল আয়োজনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন সম্পন্ন

গাইবান্ধায় না না কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ অনুষ্ঠিত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন

কক্সবাজারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শিবির

শান্তিগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

৫ দফা দাবিতে জবি ছাত্রদলের স্মারকলিপি, বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন

লোহাগাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি ঢুকে যায় তেলবাহী ট্রাকের নিচে

লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্যসহ ৩ জন গুলিবিদ্ধ