নুরুল ইসলাম কক্সবাজার
কক্সবাজার সুগন্ধায় অজ্ঞাত এক নারীকে শারীরিক নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনায় জড়িত আবুল বশর গ্রেফতারকে করেছে কক্সবাজার জেলা পুলিশ।
সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট ঝাউবাগান এলাকায় একজন পুরুষ কর্তৃক একজন নারীকে মারধর করার ভিডিও গতকাল হতে সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হলে আলোচনার জন্ম দেয়। বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে এর প্রেক্ষিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযুক্ত মোঃ আবুল বশর (২৬)কে শনাক্তপূর্বক গ্রেফতার করে এবং উক্ত ঘটনার ভিকটিমকে উদ্ধার করে প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অভিযুক্ত ও ভিকটিম পরস্পর স্বামী-স্ত্রী। অভিযুক্ত মোঃ আবুল বশর (২৬) প্রতিনিয়ত যৌতুক দাবি করে ভিকটিম কে প্রতিনিয়ত মারধর করত এবং গত ২৪.০৭.২০২৫খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময়ও যৌতুক আদায় করার জন্য মারধর করার বিষয়টি স্বীকার করেন।
জানা যায় অভিযুক্ত মো: আবুল বশর (২৬) কুমিল্লা জেলার ভাগলপুর চৌধুরী বাড়ি এলাকার মৃত সিদ্দিকুর রহমান এলাকার বাসিন্ধা।
এব্যাপারে কক্সবাজার মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, যৌতুকের দাবিতে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে নারী নির্যাতনের ঘটনায় স্বামী আবুল বশরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০