নুরুল ইসলাম
কক্সবাজার জেলার শীর্ষ মাদক সন্ত্রাসীদের অন্যতম ও মাদক কারবারের কুখ্যাত গডফাদার এবং একাধিক মাদক মামলার আসামী আবু তৈয়ব প্রকাশ বাবর (৫২)কে গ্রেফতার করেছে র্যাব ১৫। গত ০১ অক্টোবর ২০২৫ তারিখ রাতে সিপিএসসি, র্যাব-১৫ কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন পৌরসভার আমানপাড়া এলাকা থেকে একাধীক মাদক মামলার এজাহারনামীয় আসামী আবু তৈয়ব বাবর কে গ্রেফতার করে তার বিরুদ্ধে চট্টগ্রাম, ফেনী, এবং কক্সবাজার জেলায় চারটি মাদক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে। সেএন্টি নারকোটিকস টাস্কফোর্স কর্তৃক প্রণীত তালিকাভূক্ত আসামি।
গ্রেফতারকৃত আসামী আবু তৈয়ব প্রকাশ বাবর(৫২), - পিতা- হোসেন সিকদার, বর্তমান সাং-মাঠপাড়া,লক্যারচর আমানপাড়া ১নং চকরিয়া পৌরসভা থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার।
স্থানীয় ঠিকানা- সাং-- দানুসরদার পাড়া, ০৪ নং ওয়ার্ড, ১ নং আলীকদম ইউনিয়ন, থানা- আলীকদম, জেলা-বান্দরবান।
সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জনান গ্রেফতারকৃত আসামী বাবরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীনরয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০