নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এমএম ট্রাভেলস নামের একটি বাসের পেছনে হানিফ পরিবহনের ধাক্কা লাগে। এতে এমএম ট্রাভেলস নামের বাসটি পড়কের পাশে পড়ে যায়। এ ঘটনায় আবদুল হামিদ সাবু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানা গেছে।
আবদুল হামিদ সাবুর বাড়ি পটিয়ার উত্তর হরিণ খাইন চানমিয়া মাতব্বরের বাড়ি এলাকায়।
রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় পটিয়ার মনসার টেক হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী মো. সাহেদ। তারা হলেন- ডা. তৈয়বের বাড়ির মো. আবদুল করিম (ভোলা) ও মো. হানিফ (৬৫)। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন অবস্থা গুরুতর।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০