নুরুল ইসলাম কক্সবাজার
কক্সবাজার জেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন কক্সবাজারের আয়োজনে কক্সবাজারের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগষ্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার উপজেলার সকল কৃতি শিক্ষার্থী,অভিভাবক ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (প্রশিক্ষণ) উপ-পরিচালক প্রিম রিজভী, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা, জেলা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তাফা,উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্যে এডিসি শিক্ষা মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ হতে হবে। শুধু বইয়ের জ্ঞান মানুষকে সমৃদ্ধ করে না নিজেকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ উপ- পরিচালক প্রিম রিজভী বলেন, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিমের মাধ্যমে ছাত্র ছাত্রীদেরকে উৎসাহ দিয়ে ভবিষ্যতে আরও ভাল কইছু করার জন্য। এই ভাল ফলাফলে অভিভাবকদের ভূমিকার উপর গুরুত্ব দেন।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, শিক্ষকদের পিতা মাতার মত সম্মান দিতে হবে। যে কোন সমস্যা অবগত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য আমরা এগিয়ে যাব।
পরে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।