ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে কক্সবাজারে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম কক্সবাজার
কক্সবাজার জেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন কক্সবাজারের আয়োজনে কক্সবাজারের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগষ্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার উপজেলার সকল কৃতি শিক্ষার্থী,অভিভাবক ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (প্রশিক্ষণ) উপ-পরিচালক প্রিম রিজভী, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা, জেলা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তাফা,উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্যে এডিসি শিক্ষা মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ হতে হবে। শুধু বইয়ের জ্ঞান মানুষকে সমৃদ্ধ করে না নিজেকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ উপ- পরিচালক প্রিম রিজভী বলেন, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিমের মাধ্যমে ছাত্র ছাত্রীদেরকে উৎসাহ দিয়ে ভবিষ্যতে আরও ভাল কইছু করার জন্য। এই ভাল ফলাফলে অভিভাবকদের ভূমিকার উপর গুরুত্ব দেন।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, শিক্ষকদের পিতা মাতার মত সম্মান দিতে হবে। যে কোন সমস্যা অবগত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য আমরা এগিয়ে যাব।
পরে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ

শান্তিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অসন্তোষ,ইউএনও বরাবর লিখিত অভিযোগ ‎

সাংস্কৃতিক শক্তিতে বদলে যেতে পারে কক্সবাজারের পর্যটন

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

শিক্ষাভবনের সামনে রাতেও অবস্থান করছেন শিক্ষার্থীরা

তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

আমতলী ইসলামিয়া মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি ড. মিজান ও বিদ্যুৎসাহী প্রতিনিধি মা: লুৎফর রহমান

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের শেষ কর্মদিবস— বিদায় জানালেন আবেগঘন বার্তায়

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে জবাই করে হত্যা

ঢাকা কলেজের শিক্ষক এ.কে.এম রফিকুল আলমের বক্তব্য ভাইরাল ‘সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়েই কাউন্টার মব করতে হবে’

ঢাবি ভর্তিচ্ছুদের সহযোগিতায় চবিতে ছাত্রশিবিরের হেল্পডেক্স