

কক্সবাজারের উখিয়া থানাধীন জালিয়াপালং
ইউনিয়নে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৮৯,৯০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ নভেম্বর ২০২৫) দুপুরে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় কক্সবাজারে মাদক চোরাচালানকারীরা বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করে আসছে। এ প্রেক্ষিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল জালিয়াপালং ইউনিয়নের ০৩নং ওয়ার্ড, উত্তর সোনারপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে মাদক কারবারিদের হেফাজতে থাকা সাদা বস্তা তল্লাশি করে ৮৯,৯০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুই জন মাদক কারবারিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়:
১) সামছুল আলম (৩০), পিতা—মৃত আব্দুল রহমান, মাতা—গোল বাহার ২) আব্দুল শুক্কুর (২৪), পিতা—মৃত মোঃ নজরুল, মাতা—মৃত নুর জাহান উভয়ের বাড়ি—উত্তর সোনারপাড়া, ০৩নং ওয়ার্ড, ঝাউ বাগান, জালিয়াপালং ইউনিয়ন, উখিয়া, কক্সবাজার।
র্যাব জানায়, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০