নিউজ ভিশন ডেক্স
কক্সবাজার উখিয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে কৌশলে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে পাচার করার সময় ৫০,০০০ পিস ইয়াবা সহ একটি প্রাইভেট কার জব্দ করেছে কক্সবাজার উখিয়া থানা পুলিশ। এ সময় ০৩ জন মাদক পাচারকারী কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী মামুনুর রশিদ (২৪), পিতা- রফিক উদ্দিন, মাতা- সফুরা খাতুন, সাং- রহমতের বিল, থাইংখালী, ০৩নং ওয়ার্ড, ০৫নং পালংখালী ইউপি, বর্তমানে- কুতুপালং পশ্চিম পাড়া, ০৯নং ওয়ার্ড, ০৪নং রাজাপালং ইউপি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার। নুরুল ইসলাম (২৬), পিতা- নুরুল আবছার, মাতা- মৃত লায়লা বেগম, সাং-পশ্চিম চৌধুরী পাড়া, সদর সাবমেরিন ক্যাবল, বিজিবি ক্যাম্প, ০৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।মোঃ কবির (২৩), পিতা- নুরুল আবছার, মাতা- মৃত লায়লা বেগম, সাং-পশ্চিম চৌধুরী পাড়া, সদর সাবমেরিন ক্যাবল, বিজিবি ক্যাম্প, ০৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার। ২৮ জুলাই সকাল ১০.৩০ টায় উখিয়া থানাধীন ০৪নং রাজাপালং ইউপিস্থ ০৯নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভিতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার সহ ০৩ জন মাদক পাচারকারী’কে গ্রেফতার করে।
এ ব্যাপারে উখিয়া থানার তথ্যমতে উখিয়া থানায় ৫৬নং মামলা ২০১৮ ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ আইনে
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০