+-----+-------
এবারের ঈদে আছে বিষাদের ছায়া
চারিদিকে দেখি শুধু প্রানহীন কায়া,
কোনো দিকে নেই আজ ঈদের খুশি
পাশে আছে মহামারী মুখে নেই হাসি।।
ঈদের আমেজ নেই আছে শুধু ভীতি
কখন যে হবে বলো করোনার ইতি,
থেমে গেছে কোলাহল ঈদের প্রাতে
নির্বাক হয়ে আছে বিশ্ব বাসি।।
পৃথিবীটা হয়ে গেছে বড় অস্তির
মানব জাতি খোঁজে শান্তির নীড়,
ওগো প্রভু দাও আজ রকমের ধারা
আবার সজীব হউক মৃত এই ধরা।।
অতিথে এমন ঈদ আসেনি কভু
কোলাহল ছাড়া ঈদ কেন দিলে প্রভু ?
মিনতি তোমার কাছে ওগো পরওয়ার
লাভ কি তোমার বলো এতো প্রাণ নাশী।।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০