মৌমিতা রায়
“বাবা” শব্দটার সাথে জড়িয়ে আছে এত আবেগ, ভালবাসা, রয়েছে ভয়ও। বাবা কখনো শাসন করে, আবার সেই বাবাই আদর করে। সব মেয়ের মত আমার কাছেও তুমিই আমার ” সুপারহিরো” বাবা। তুমি মানুষের সাথে যেভাবে মেশো, যেভাবে মানুষকে কিছু দান করতে পারলে সুখী থাকো, এটা সত্যি প্রশংসনীয়। দাদু মারা যাওয়ার পর, আমার ৬জন পিশিকে তুমি নিজে হাতে বিয়ে দিয়েছো, এটা কিন্তু সব মানুষ করতে পারেনা। এত বড় মন কিন্তু সবার থাকেনা। তুমি বাইরে যেমন রাগী, কিন্তু তোমার ভেতর অনেক নরম একটা মন রয়েছে। কোনোদিনও প্রকাশ করিনি মুখে যে তোমায় আমি কতটা ভালবাসি! তোমায় ভয় পাই, মাঝে মাঝে তোমার বকা শুনে একটু অভিমানও হয়। তবুও তোমায় এত্ত ভালোবাসি বাবা। আমি গর্বিত যে আমি শ্যামল কুমার রায়ের মেয়ে পরিচয়ে জন্মেছি😊
শিক্ষার্থী, সংগীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ইকবাল/এসএফ/ঢাকা।