--------
রাএির কালো প্রভাতে হারালো
উঠিলো রবি শশী
আমাতে তোমাতে কানাকানি করে ধরণী সর্বনাশী
আসিলো কে খুরিয়া আকাশ
গগনে গগনে মায়ার হুতাস
চমকাইয়া উঠিলো জগত
উঠিলো মানবজাতি
আসিলো কে কুরে ঘরে তিমির আঁধারে
আহা,কোটি মানুষের জ্ঞাতী
বন্ধু হাসো কেনো ওভাবে !
চিনতে কি পারো গগনে গগনে
কার নাম ছাপা হবে
আমি চিনি তারে সে মেঘের মতন
পাখির মতন,আতর ভরা নদীর মতন
হারিয়ে যাওয়া পথের মতন
হোক ফিরে আসা পথিক তবে
চিনতে কি পারো খেলার সাঁথি ছিলো
যে তার গগনে গগনে ঠিকানা াহবে?
আমি ঠিক তারে চিনেছিনু তবে...
শৈশবে মোর পুতুল ঘরে,
যৌবনেতে ৩টি বরে,
শেষ বিকেলের রোদে বিকাইলো রাঙ্গা পা।
আমি শুধু চিনি তারে
চিনিলো অন্তযামী আর কেহ চিনিলো না
দেখিয়াছো তারে তোমারা সবে
তোমাদের ঘরে মা বধু কন্যা হবে
সে হলো গগন জ্বালানো মেয়ে
গগন পুঁড়েছে উঠেছে ধোয়া ধেয়ে
কালে কালে এসেছে কুরে জগতে
পৃথিবী রাঙগাতে গগন জ্বালানো মেয়ে
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০