মুয়াজ বিন এনাম :
(সূরা ক্বারিয়াহ'র অর্থ অবলম্বনে)
একটা বিরাট দুর্ঘটনা
কী ভয়ানক দানো!
কী ভয়ানক! আমিই জানি;
তোমরা কী আর জানো!
যেদিন মানুষ পোকার মতো
করবে ছোটাছুটি
পাহাড় হবে তুলার মতো
থাকবে না তার খুঁটি।
নেকীর ওজন যাদের ভারী
থাকবে তারা সুখে
হালকা হলে নেকীর ওজন
কাটবে জীবন দুখে।
হাবিয়া দোজখ তার ঠিকানা;
বলতে পারো কী তা?
হাবিয়া হলো জাহান্নামের
ভয়ঙ্কর এক চিতা!
সুরা ক্বারিয়াহ পবিত্র কুরআনের ১০১তম সুরা। মক্কি এ সুরায় রয়েছে ১১ আয়াত। ক্বারিয়া শব্দের অর্থ চূর্ণবিচূর্ণকারী। এখানে এ শব্দের মাধ্যমে কিয়ামতের দিকে ইঙ্গিত করা হয়েছে। কিয়ামতের দিন পৃথিবী ও সব গ্রহ-উপগ্রহসহ বিশ্বের সব কিছুকে চূর্ণ-বিচূর্ণ বা লন্ডভণ্ড করে দেবে। এই সূরায় মহান আল্লাহ পরকাল ও এর সূচনা তথা কিয়ামতের অবস্থা এবং পুণ্যবান ও পাপাচারীর পরিণাম ইত্যাদি উল্লেখ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০