রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে এবং জামাত,বিএনপি'র দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে শাহিনুরজ্জামানের নেতৃত্বে এক বিশাল শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শান্তি ও উন্নয়ন সমাবেশের সভায় মিলিত হয়।
বিআরডিবি'র সাবেক সভাপতি জাহের আলী চুন্নু সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামান আব্দুল নাসের বাবুল, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এস.এম জাহাঙ্গীর আলম, মহিলা আওয়ামী লীগের কলা বাগান শাখার সাধারণ সম্পাদক ডলি মোশারফ, সাপধরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি, পাথর্শী ইউপি'র সাবেকে চেয়ারম্যান এরশাদ হোসেন, কুলকান্দি ইউপি'র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবু, গাইবান্ধা ইউনিয়ন আ'লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সরদার, উপজেলা আ'লীগের সাবেক সদস্য হানিফ উদ্দিন, চরগোয়ালীনী ইউনিয়ন আ'লীগের সাবেক সভাপতি আলিনুর ইসলাম, চরপুটিমারী ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম খলিফা, সদর ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পাদক তাহিজল হক তারা ও গোয়ালেরচর যুবলীগের সভাপতি শহিদুর রহমান কালুসহ সকল অংঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী এস এম শাহিনুজ্জামান শাহিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাশী শাহিনুজ্জামান শাহিন সাধারণ ভোটার ও নেতাদের উদ্দেশে বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে।
বর্তমান সরকার দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।
তাই জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য নৌকা মার্কায় ভোট দেওয়া জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গাইবান্ধা ইউনিয়নে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০