নিউজ ভিশন ডেক্স
কক্সবাজারের উখিয়ার শীর্ষ সন্ত্রাসী বিগত ১৬ বছর সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা কুখ্যাত ডাকাত আনু সালাম ডাকাত র্যাবের হাতে গ্রেফতার। ২৫ জুলাই রাত আড়ায়টায় র্যাব-১৫ কক্সবাজার হত্যাসহ ০৯টি মামলার পলাতক আসামি মোঃ আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালাম ডাকাত’কে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের কুতুপালং থেকে গ্রেফতার করে।
কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত মোঃ আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালাম (৩৫), পিতা- মৃত আবুল কাশেম, মাতা- মৃত খদিজা বেগম, সাং-মধুরছড়া, ৬নং ওয়ার্ড, রাজাপালং ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। দীর্ঘদিন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও অত্যাচার চালিয়ে আসছিল। আনু ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর জীবন দূর্বিষহ হয়ে পড়ে। আনু ডাকাতের অত্যাচার থেকে রেহাই পেতে এলাকাবাসীর পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার নিকট বারংবার অভিযোগ করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন তাকে আটক করার চেষ্টা চালিয়ে ২৫ জুলাই রাতে এক বিশেষ অভিযানে জেলা পুলিশের সহযোগিতায় আনু ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার নিকট হতে দুইটি ওয়ান শুটারবন্দুক, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড খালি খোসা পাওয়া যায়।
তার বিরুদ্ধে এলাকায় অস্ত্র, ডাকাতি, মাদক, হত্যা চেষ্টা, অবৈধভাবে বন দখল সহ তার বিরুদ্ধে সর্বমোট ০৯ টি মামলা রয়েছে। সে বিগত সরকার আমলের দলীয় লোকদের সাথে সম্পৃক্ততা করে সরকারি বনভূমি দখল করে বাড়ি তৈরি, সংরক্ষিত বনভূমিতে বসবাসকারী লোকদের থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল।
গ্রেফতারের পর আনু ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব ১৫ কক্সবাজার।