ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

অদৃশ্য শক্তিতে বহাল তবিয়তে সৈকত পাড়ায় রেড নোটিশ পাওয়া লিমনের বহুতল ভবন পর্ব-২

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম
কক্সবাজার সৈকত পাড়ায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনায় বারবার উচ্ছেদ অভিযান হলেও কক্সবাজার মরিয়ম রিসোর্টের পাশে অবৈধভাবে গড়ে উঠা লিমনের বহতল ভবন অদৃশ্য কারণে এখনো বহাল তবিয়তে রেখে রাতারাতি কাজ চালিয়ে যাচ্ছে লিমন। স্থানীয় সূত্রে জানা যায়, সৈকত পাড়ায় গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলোতে কউকের অভিযানে উচ্ছেদ অভিযান চালানো হলেও অদৃশ্য শক্তিতে বহাল তবিয়তে কাজ চালিয়ে যাচ্ছে ভবনের মালিক লিমন। সরেজমিনে গিয়ে দেখা যায় দিনের বেলায় খুটিনাটি কাজ করলেও রাতের বেলায় বিরামহীন কাজ চালিয়ে রেড নোটিশ পাওয়া লিমনের ভবনটি। তারা প্রশ্ন রাখেন কোন অদৃশ্য শক্তিতে লিমন রেড নোটিশ পাওয়ার পরো কাজ চালাতে পারে? ভবটিতে রেড নোটিশ দেওয়ার আগে কাজের গতি ধীর হলেও নোটিশ পাওয়ার পর কউককে ম্যানেজের মাধ্যমে কাজের গতি বৃদ্ধি করে লোকজন ঢুকিয়ে দেই লিমন। স্থানীয় সূত্রে জানা যায়, লিমন একজন এনজিও কর্মি হওয়ায় টাকায় সব ম্যানেজ করে এই অবৈধ ভবনের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, লিমন ৫ লক্ষ টাকায় কউককে ম্যানেজ করে কাজ করে। এই ভবন কউক ভাংগবে না। বিভিন্ন অযুহাত দেখিয়ে ভবনটি রেখে দিবে। তারা আরও জানান, তা না হলে সৈকত পাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও কেন রেড নোটিশ দেওয়ার পরও ভবনটি অক্ষত রয়ে যায়? কেন অভিযান পরিচালনা করা হচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে লিমন প্রতিবেদককে দেখা করে নিউজ না করার অনুরোধ করেন। প্রতিবেদক তাতে অস্মতি জানালে তিনি বলেন, কউক এই ভবনে কয়েকবার নোটিশ দিয়েছে আমি তাদের সাথে যোগাযোগ করে ম্যানেজ করতে সক্ষম হয় এবং বিল্ডিং না ভাংগার ব্যবস্থা করি। গত জুন মাসে এ ভবনটি কউকের ভাংগার নোটিশ পাওয়ার পর কউককে ম্যানেজ করে ভবনটি অক্ষত রাখতে সক্ষম হয়। তিনি বলেন, কউকের সাথে ভবনটি না ভাংগার জন্য তদবির করে তারা না ভাংগার বিষয়টি আস্বস্ত করেন এবং আমি যতদিন পর্যন্ত ভাংবনা ততদিন ভবনটি রেখে দেওয়ার ব্যাপারে নিশ্চিত করেন।
এভাবে যদি একটি অবৈধ ভবন অভিযান পরিচালনা না করে রেখে দেই কত দিন পর নিজে নিজের ভবন ভাংবে প্রশ্ন সাধারণ মানুষের।

আরও পড়ুন

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জনগণ গণভোট-সনদ এসব বোঝে না : ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা

সুদানে গণহত্যার প্রতিবাদে ঢাকা কলেজে মানববন্ধন

ডাবুয়ায় ৩৯তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত: নবীর আদর্শেই শান্তির পথ