ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঐতিহ্যবাহী হাঁস ধরা খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের চারু বাবুর পুকুরে এ খেলা অনুষ্ঠিত হয়। ১৫ জন প্রতিযোগি হাঁস ধরা খেলায় অংশ নেন। হাঁস ধরা খেলা দেখার জন্যে শত শত মানুষ পুকুর পাড়ে দাঁড়িয়ে তা উপভোগ করেন।
দেখা যায়, বাঁশিতে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে পুকুরের মাঝখানে একটি হাঁস ছেড়ে দেওয়া হয়। এরপর শুরু হয় হাঁসটিকে ধরার প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবারও হাঁস খেলার আয়োজন করেন স্থানীয়রা। হাঁস ধরা খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উদ্বোধন করেন ২১নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন (নির্মল)। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অজিত কুমার রায়, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ছাত্রনেতা আসরাফুল ইসলাম, নারায়ন, আজিজ, হেলাল, আনোয়ার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০